হুমকির মুখে সাদুল্লাপুরের ঘাঘট ব্রীজ
সাদুল্লাপুর প্রতিনিধিঃ গাইবান্ধার সাদুল্লাপুর-দামোদরপুর সড়কের জামুডাঙ্গায় ঘাঘট নদীর উপর ব্রীজটি হুমকির মুখে পড়েছে। ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে যানবাহন ও পথচারীদের চলাচল। যে কোনো সময়ে সড়কটি ভেঙে যাওয়ার আশস্কা করছে এলাকাবাসী।
সরেজমিনে দেখা গেছে, কয়েকদিনের টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে ব্রীজের দক্ষিণ পাশের পিলারের গোড়া থেকে পাকা সড়কের ২০০ ফুট মাটি ঘাঘট নদীতে ধ্বসে পড়েছে। এছাড়া নদীর পানি বৃদ্ধি ও তীব্র স্রোতে ব্রীজের দক্ষিণ পাশের পাকা সড়কের মাটি ধীরে ধীরে ঘাঘট নদীতে ধ্বসে পড়েছে।
দামোদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনোয়ারুল হাসান জীম মণ্ডল জানান, সড়কটি ভাঙন রোধে এখনই কার্যকর ব্যবস্থা না নিলে ব্রিজটি ভেঙে পড়বে। ব্রিজ ভেঙে গেলে দামোদরপুর, কামারপাড়া, নলডাঙ্গা, কুপতলা, লক্ষ্মীপুর ইউনিয়নের সঙ্গে যোগাযোগে বন্ধ হয়ে যাবে।
সাদুল্লাপুরের ইউএনও মুহা. আহসান হাবীব জানান, সড়কটি পরিদর্শন করেছি। সড়ক মেরামতের জন্য এলজিআইডি নির্বাহী প্রকৌশলীকে অবগত করা হয়েছে। এলজিআইডির সাদুল্লাপুর উপজেলা প্রকৌশলী আজিজুল হক জানান, সড়কটি মেরামতের জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।