Connect with us

খেলাধুলা

অজিদের জন্য ছক আঁটছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা

Published

on

Bangladesh-teamমিচেল জনসন, স্টার্ক, সিডলদের গতির ঝড় সামলাতে হবে বাংলাদেশের ব্যাটসম্যানদের। আসছে সিরিজে অজিদের পেস-চ্যালেঞ্জ কিভাবে মোকাবেলা করা যায় সেই ছকই আঁটছেন বাংলাদেশ দলের ব্যাটসম্যানরা।

বিশ্ব ক্রিকেটের অন্যতম পরাশক্তি অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে মিরপুরের একাডেমি মাঠে অনুশীলন করেছেন দলের মিডলঅর্ডার ব্যাটসম্যানরা।  ০৩ সেপ্টেম্বর সকাল থেকে দুপুর অবধি একঝাঁক পেসারকে (মুস্তাফিজ, শহীদ, তাসকিন, আল আমিন, রুবেল, শফিউল) সামলেছেন মুশফিক-মুমিনুল-লিটনরা।

এছাড়া মাহমুদউল্লাহ রিয়াদসহ কয়েকজন ব্যাটসম্যান ইনডোরে ব্যাটিং অনুশীলন করেন। কন্ডিশনিং ক্যাম্পে ধীরে ধীরে ব্যাট-বলের অনুশীলনকে বেশি জোর দেওয়া হচ্ছে। ক্যাম্পে থাকা ক্রিকেটারদের দেখ-ভালো করছেন কন্ডিশনিং কোচ মারিও বিল্লাভারায়েন। আগামী ৬ সেপ্টেম্বর দেশে ফেরার কথা টাইগারদের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহের। দেশে ফিরে কন্ডিশনিং ক্যাম্পে থাকা ২৪ জন ক্রিকেটারকে নিয়েই কাজ করবেন হাথুরু। এর কিছুদিন বাদেই চূড়ান্ত টেস্ট স্কোয়াড নিয়ে অনুশীলন শুরু করবেন এই লংকান কোচ।

উল্লেখ্য, আগামী ২৮ সেপ্টেম্বর দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে স্টিভেন স্মিথের নেতৃত্বে ঢাকায় আসবে অজিরা। ০৯ অক্টোবর চট্টগ্রামে প্রথম টেস্ট ও ১৭ অক্টোবর মিরপুরে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে। টেস্ট সিরিজ খেলতে সর্বশেষ ২০০৬ সালে বাংলাদেশে এসেছিল অজিরা।

বাংলাদেশেরপত্র/এডি/এস

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *