Connect with us

বিবিধ

অনলাইন পত্রিকা নিবন্ধনের সময় বেড়েছে

Published

on

online news paper BDpঅনলাইন ডেস্ক: অনলাইন গণমাধ্যম নিবন্ধনের সময় দ্বিতীয় দফায় বাড়িয়েছে সরকার। আগামী ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইন গণমাধ্যম নিবন্ধনের আবেদন তথ্য অধিদপ্তরে জমা দেয়া যাবে বলে রবিবার এক তথ্য বিবরণীতে জানানো হয়েছে। অনলাইন গণমাধ্যম সংশ্লিষ্ট সাংবাদিকদের অনুরোধে সময় বাড়ানো হয়েছে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।
‘অপসাংবাদিকতা’ রোধে সব অনলাইন গণমাধ্যমকে নিবন্ধনের আওতায় আনতে গত ৯ নভেম্বর ১৫ ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল সরকার। এরপর আবেদন জমার সময় ৩১ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়। এর আগে সরকারি ভাষ্যে বলা হয়েছিল, বাংলাদেশের অনলাইন পত্রিকার প্রকাশকদের পত্রিকা প্রকাশের ক্ষেত্রে সরকারি সুযোগ-সুবিধা নিশ্চিত করা এবং অপসাংবাদিকতা রোধ করার লক্ষ্যে সরকার নিবন্ধন কার্যক্রম চালু করেছে। এ লক্ষ্যে নির্ধারিত নিবন্ধন ফরম ও একটি প্রত্যয়নপত্র বা হলফনামা পূরণ করে তথ্য অধিদপ্তরে জমা দিতে হচ্ছে।
আবেদন ফরম এবং প্রত্যয়নপত্রের নমুনা তথ্য অধিদপ্তরের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। পত্রিকাগুলোকেও তাদের অনলাইন সংষ্করণের জন্য নতুন করে আবেদন করতে হবে।
বর্তমানে ১৩৮টি অনলাইন সংবাদপত্রকে অ্যাক্রিডিটেশন কার্ড দেয়া হয়েছে। সারাদেশের প্রায় তিন হাজার গণমাধ্যম অ্যাক্রিডিটেশন কার্ড পেয়েছে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *