Connect with us

জাতীয়

অবৈধ গ্যাস সংযোগে লাখ লাখ টাকার কারবার; বৈধ গ্রাহকদের দুর্ভোগ

Published

on

Gas

নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকায় শত শত অবৈধ গ্যাস সংযোগ দিয়ে দালাল কর্তৃক লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। পাইপলাইনে গ্যাস না থাকায় হাজার হাজার বৈধ গ্রাহকদের চরম দুর্ভোগ বাড়ছে। গ্রাহকদের নানারকম অভিযোগ, সারাদিন চুলা জ্বলে না, গ্যাস থাকে না। যদিও রাত ১২ টার পরে গ্যাস আসে ২-৩ ঘন্টা থেকে আবার ভোর না হতেই চলে যায়। এ যেন মনে হয় লুকোচুরি খেলা,গ্রাহকদের অভিযোগ, গ্যাস সংযোগ নিয়ে হচ্ছে জালিয়াতি ও ভেলকিবাজি।
ঢাকার সাভারের অফিস সুত্রে জানা গেছে, ”সাভার আশুলিয়ায় আবাসিক গ্রাহক সংখ্যা ৪৯৪৭০, এর মধ্যে রয়েছে মিটারযুক্ত ৩৪৯ ও সিএনজি ৩৯টি চালু। এর সাথে সাভার আশুলিয়ায় হাজার হাজার অবৈধ সংযোগ রয়েছে বলে এলাকাবাসী জানিছেন। শীতের জন্ম ভাদ্র মাসের ১৫ তারিখে, আর শীত না আসতেই গ্যাসের সংকট দেখা দিয়েছে। রাজধানীসহ আশেপাশের জেলাগুলোয় অনেক অবৈধ গ্যাস লাইন দেয়া হয়েছে! বৈধ লাইনের মতোই অবৈধ লাইন দিতে মোটা অংকের টাকা নিচ্ছে দালালরা,এর সাথে জড়িত রয়েছে অফিসের কিছু অসাদু কর্মকর্তা,পাইপলাইনের সংযোগ নিয়ে গ্যাস ব্যবহার করছে সারাদেশে লাখ লাখ মানুষ।”
রাজধানীসহ আশেপাশের জেলাগুলোয় গ্যাস-সংকটে বাসা-বাড়িতে রান্নাবান্না করা দুরূহ হয়ে পড়ছে। মাটির চুলায় অথবা বিকল্প উপায়ে পরিবারের খাবার তৈরি করতে হচ্ছে সবারই।অনেক এলাকায় গ্যাসের দাবিতে মানুষ রাস্তায় নেমে প্রতিবাদও করছে অনেক বার। এই গ্যাস-সংকট সম্পর্কে পেট্রোবাংলার (অপারেশন) জামিল আহমেদসহ অনেকেই জানিয়েছেন, ”নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অনেক বিদ্যুৎকেন্দ্র রয়েছে। বাখরাবাদ থেকে পাইপলাইনের মাধ্যমে সেখানে গ্যাস সরবরাহ করা হয়। যেহেতু বিদ্যুৎকেন্দ্র স্পর্শকাতর বিষয় সেখানে পরিচ্ছন্ন গ্যাস সরবরাহ করতে হয়। সম্প্রতি গ্যাসের সঙ্গে কনডেনসেট (গ্যাসের সঙ্গে উৎপাদিত তেল) পাইপলাইনে চলে আসায় গ্যাস সরবরাহে বিঘ্ন সৃষ্টি হয়।”
এ ব্যাপারে সাভার অফিসের জিএম মোকলেছুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, অবৈধ গ্যাস সংযোগের ব্যাপারে অভিযান চলছে। কেউ কেউ বলছে, ”টাকা দিয়ে গ্যাস লাইন নিয়েছি, এখন যদি সংযোগ বন্ধ করে দেয়া হয়, তাহলে লাখ লাখ গ্রাহক গ্যাসের দাবিতে রাস্তায় নেমে প্রতিবাদ করবে।”

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *