Connect with us

বিনোদন

‘অ্যানালগ ভালোবাসা’

Published

on

Mosharrof karimবাড়িটার নাম ‘স্রোতস্বিনী’। তৈরি করেছেন জারিফের বাবা-মা। তবে তারা কেউই আর বেঁচে নেই। জারিফ বিয়ে করেন ঐশীকে। তাদের একমাত্র ছেলে তূর্য ক্লাস টু’তে পড়ে। বাড়ি ভাড়ার টাকাতেই চলে জারিফের ছোট্ট সংসার।

ব্যবসা বা কাজের প্রতি আগ্রহ নেই। তার সব চাওয়া পাওয়া ভার্চুয়াল জগতেই সীমাবদ্ধ। জারিফের ছেলেটিও হয়েছে বাপের ধাঁচের। সারাক্ষণ কম্পিউটারে গেমস নিয়ে মেতে থাকে। ঐশী স্বামী-ছেলেকে নিয়ে কিছুতেই নিজের সংসারটাকে ঠিক ফর্মে আনতে পারছিলেন না। এক সময় হতাশ হয়ে বিশ্ববিদ্যালয় পড়–য়া ছোটবোন মৃদুলার সাহায্য চান।

মৃদুলা বোনকে সাহায্যের জন্য ব্যাগ-সুটকেস নিয়ে দুলা ভাইয়ের বাসায় হাজির হন। এরপর দু’বোন মিলে একের পর এক আইডিয়া বের করতে থাকে। কিন্তু প্রতিটি আইডিয়াকে ব্যর্থ প্রমাণ করে জারিফ ও তূর্য তাদের কাজ চালিয়ে যায়। এক সময় হতাশ হয়ে পরেন ঐশী। ঘটে যায় একটি অনাকাঙ্খিত ঘটনা। যে ঘটনাটি পুরোপুরি পাল্টে দেয় জারিফ ও তুর্যকে।
এমন গল্পেই নির্মিত হয়েছে খন্ড নাটক ‘অ্যানালগ ভালোবাসা’। নাটকের প্রধান চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম ও রেবেনা রেজা জুঁই। আরো আছেন তারিক স্বপন, হেভেন খান, আসমা সাবিহা রিংকু, তন্ময় সাহা, তানভীর লিমন,এ্যানি। এম প্রোডাকশন প্রযোজিত নাটকটি পরিচালনা করেছেন মাহামুদুল হাসান টিপু। রচনা করেছেন আসিফ মেহদী। চিত্রনাট্য করেছেন আবু রাজীন। চিত্রগ্রহণে ছিলেন দানিয়েল ড্যানি। আগামি ২৩ আগস্ট রাত ৯টা ৫ মিনিটে স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভিতে প্রচারিত হবে খন্ড নাটক ‘অ্যানালগ ভালোবাসা’।

বাংলাদেশেরপত্র/এডি/এস

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *