Connect with us

আন্তর্জাতিক

আইএসআই দফতরে হামলার দায় স্বীকার করল মার্কিন নাগরিক

Published

on

9b630fe7950b1a0bc7a952f48cbffd2d_XLআন্তর্জাতিক ডেস্ক:

পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা আইএসআই’এর লাহোর অফিসে আত্মঘাতী গাড়ি বোমা হামলা চালানোর জন্য অর্থের যোগান দেয়ার কথা স্বীকার করেছেন মার্কিন এক নাগরিক। মার্কিন যুক্তরাষ্ট্রের অরেগনের পোর্টল্যান্ডের আদালতে এ স্বীকারোক্তি দিয়েছেন  পাকিস্তানি বংশ উদ্ভূত মার্কিন নাগরিক ৫১ বছর বয়সি রিয়াজ কাদির খান। ২০০৯ সালের ২৭ মে মাসে চালানো ওই ভয়াবহ হামলায় অন্তত ৩০ জন নিহত এবং ৩০০ ব্যক্তি আহত হয়েছিল। নিহতদের বেশির ভাগই ছিলেন আইএসআই’এর কর্মী। মালদ্বীপের নাগরিক আবু জলিলের সঙ্গে খানের যোগাযোগ ছিল এবং আত্মঘাতী বোমা হামলায় জলিল নিহত হয়। জলিল ও তার পরিবারকে নিয়মিত অর্থের যোগান দিয়েছে খান। জলিল এবং তার দুই সহযোগী বিস্ফোরকপূর্ণ বিশাল ট্রাক নিয়ে এ হামলা চালিয়েছিল। খান দোষ স্বীকার করতে সম্মত হওয়ায় তার বিরুদ্ধে অভিযোগ হ্রাস করে মার্কিন অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা এফবিআই। সন্ত্রাসী তৎপরতায় সহযোগিতার দায়ে খানের ৮৭ মাস কারাদণ্ড হতে পারে এবং শাস্তির মেয়াদ শেষে তাকে পাকিস্তানে ফেরত পাঠানোও হতে পারে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *