Connect with us

আন্তর্জাতিক

আইএস’কে হটিয়ে শহরের দখল নিয়েছে ইরাকি বাহিনী

Published

on

b4c12b06d76c4b6fbcf8e177ed949457_18আন্তর্জাতিক ডেস্ক:

ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের হটিয়ে ইরাকের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ পশ্চিমাঞ্চলীয় শহর আল-বাগদাদি’র দখল নিয়েছে দেশটির সরকারি বাহিনী। তিকরিত পুনর্দখলের উদ্দেশ্যে বড় ধরনের অভিযান শুরু করা ইরাকি বাহিনী শুক্রবার এ সাফল্য পায় বলে বিবিসি জানিয়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, মার্কিন নেতৃত্বাধীন জোট বাহিনীর “সুনির্দিষ্ট ও কার্যকরী” বিমান হামলার পর ইরাকি বাহিনী শহরটির দখল নেয়। আল-বাগদাদির মাত্র ৮ কিলোমিটার দূরের একটি ঘাঁটিতে কয়েশ’ মার্কিন সেনা ইরাকি বাহিনীর প্রশিক্ষণে নিয়োজিত আছে। ইরাকি বাহিনী জানিয়েছে, তিকরিত শহর পুনর্দখলের অভিযানে তারা এগিয়ে যাচ্ছে। ইরাকে রাজধানী বাগদাদ ও আইএস অধিকৃত প্রধান শহর মসুলের মাঝখানে তিকরিতের অবস্থান। শহরটি পুনর্দখলের অভিযানে ইরাকি বাহিনীর ৩০,০০০ সেনা ও শিয়া বেসামরিক বাহিনীর সদস্যরা অংশগ্রহণ করছে। এই বাহিনীর সামরিক কমান্ডাররা জানিয়েছেন, মিলিত বাহিনী তিকরিতের দক্ষিণাংশের শহরতলী আল-দউর এ প্রবেশ করেছে। শিয়া বেসামরিক বাহিনীর এক কমান্ডার বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, “আল দউর পুরোপুরি মুক্ত করা হয়েছে।” তবে ইরাকি বাহিনী পুরো টাউনটির দখল নিয়েছে কিনা তা পরিষ্কার নয় বলে জানিয়েছে বিবিসি। শিয়া বাহিনীর এক জ্যেষ্ঠ কমান্ডার মঈন আল কাধিমি বিবিসিকে জানিয়েছেন, আইএস’র ব্যাপক বিস্ফোরক ব্যবহারের কৌশলের কারণে তাদের গতি বাধাপ্রাপ্ত হচ্ছে। তিনি বলেন, “পরিকল্পনায় অত্যন্ত সতর্কতা অবলম্বন করছি আমরা, কারণ রাস্তা, ঘরবাড়িসহ সব জায়গায় বিস্ফোরক পুঁতে রাখার কৌশল নিয়েছে আইএস”। ইরাকি বাহিনীর এই অভিযানে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট বাহিনী আইএস অবস্থানে বিমান হামলা চালিয়ে বড় ধরনের সমর্থন দিচ্ছে। আল-বাগদাদি শহরটি দখল করে নেয়ায় ইরাকি বাহিনীর পক্ষে এখন আনবার প্রদেশের অনেক এলাকার দখল নেয়া সম্ভব হবে বলে জানিয়েছে মার্কিন বাহিনী।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *