Connect with us

জাতীয়

আগামী নির্বাচনে আসছে নতুন দুই সফটোয়ার

Published

on

present cecখুলনা প্রতিনিধি:
উন্নত ও অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারে নির্বাচন কমিশনকে যুগোপযোগী করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দিন আহমেদ। এ জন্য নির্বাচন ও ভোটগ্রহণে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের দেশে ও বিদেশে প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে বলেও তিনি জানান। গতকাল খুলনায় এক অভিজ্ঞতা বিনিময় কর্মশালায় সিইসি আরো বলেন, আগামী নির্বাচনে ক্যান্ডিডেট ম্যানেজমেন্ট সিস্টেম ও রেজাল্ট ম্যানেজমেন্ট সিস্টেম নামের দুটি সফটওয়্যার ব্যবহার করা হবে। কোনো ভোটারকে যেন ঢাকায় দৌড়াতে না হয় তাই উপজেলাগুলোতে সব সমস্যা সমাধানের ব্যবস্থা করা হচ্ছে বলেও সিইসি জানান। নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচনের জন্য নির্ভুল ভোটার তালিকা তৈরির কাজ করে যাচ্ছে বলেও তিনি জানান। স্ট্রেনদেনিং ইলেকশন ম্যানেজমেন্ট ইন বাংলাদেশ প্রকল্পের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশন সচিব সিরাজুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় আরো বক্তব্য দেন নির্বাচন কমিশনার মো. আবু হাফিজ, খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুস সামাদ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার অশোক কুমার বিশ্বাস, খুলনা জেলা প্রশাসক আনিস মাহমুদ প্রমুখ।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *