Connect with us

ঠাকুরগাঁও

আজ থেকে ঠাকুরগাঁও সহ সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত

Published

on

আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও: আজ রবিবার থেকে সারাদেশে এক যোগে শুরু হয়েছে চলতি বছরের উচ্চ মাধ্যমিক (এইচ এস সি) ও সমমানের পরীক্ষা। প্রথম দিন অনুষ্ঠিত হয়েছে বাংলা (আবশ্যিক) ১ম পত্র। আটটি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরী বোর্ডের অধীনে এবারে পরীক্ষায় ১১,৮৩,৬৮৬ জন শিক্ষার্থী অংশগ্রহন করেন। মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতায় আলিম পরীক্ষা ২ এপ্রিল ২০১৭ ঠাকুরগাঁও সহ সারাদেশে একযোগে শুরু হয়েছে। সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রফিকুল ইসলাম বলেন, ২৮০ জন শিক্ষার্থী এ কেন্দ্রের পরীক্ষার্থী। রানীশংকৈল কেন্দ্রের ১ জন শিক্ষার্থী যুক্ত হওয়ায় ২৮১ জন পরীক্ষার্থীর পরীক্ষা নেওয়ার দায়িত্ব অর্পিত হয় সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসা কেন্দ্র সচিবের উপর। রানীশংকৈল কেন্দ্রের ১ জন পরীক্ষার্থী ঠাকুরগাঁও জেলা কারাগারে অবস্থান নেওয়ায় তার পরীক্ষা কারাগারে নেওয়া হয়েছে। কারাগারে পরীক্ষার দ্বায়িত্ব পালন করেন শাহাজাহান নেওয়াজ, প্রভাষক, সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসা।
মাদ্রাসা কেন্দ্র সচিব অধ্যক্ষ মাওলানা রফিকুল ইসলাম জেটিভি নিউজ ও ক্রাইম ওয়াচ প্রতিনিধি কে জানান, পরীক্ষা সুন্দর ও সুষ্ঠু, নকল মুক্ত পরিবেশে সম্পন্ন হয়েছে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *