Connect with us

জাতীয়

আজ শুভ জন্মাষ্টমী

Published

on

জন্মাষ্টমীঅনলাইন ডেস্ক: শুভ জন্মাষ্টমী আজ। সনাতনধর্মের পরমপুরুষ ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন। বাংলাদেশে সনাতনধর্মাবলম্বীরা নানা আয়োজনের মধ্য দিয়ে এ দিনটি উদ্যাপন করবেন। দিনটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া পৃথক বাণী দিয়েছেন। জন্মাষ্টমী উপলক্ষে আজ সরকারি ছুটি। দিনটি উদ্যাপনে কেন্দ্রীয় জন্মাষ্টমী উদ্যাপন পরিষদ, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ ও মহানগর পূজা উদ্যাপন পরিষদের উদ্যোগে জাতীয় পর্যায়ে মূল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে রাজধানীতে আজ বিকাল ৩টায় ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে একটি শোভাযাত্রা বের হবে। এটি নগরীর বিভিন্ন সড়ক ঘুরে শেষ হবে বাহাদুর শাহ পার্কে। জন্মাষ্টমী উপলক্ষে নিরাপত্তার সব ব্যবস্থা নেওয়া হয়েছে। দিনটি উপলক্ষে রাজধানী ঢাকাসহ সারা দেশে গীতাযজ্ঞ, কৃষ্ণপূজা, জন্মাষ্টমীর শোভাযাত্রা, আলোচনা সভা, কীর্তন, আরতি, প্রসাদ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে। এ ছাড়া সনাতনধর্মাবলম্বী কৃষ্ণভক্তরা উপবাস, অর্চনা ও কৃষ্ণনামকীর্তনের মধ্য দিয়ে দিনটি অতিবাহিত করবেন। সনাতনশাস্ত্রীয় মতে ‘ধর্মসংস্থাপনে দুষ্টের দমন ও শিষ্টের পালন’ এই ব্রত নিয়ে প্রায় সাড়ে ৫ হাজার বছর আগে দ্বাপর যুগে ভাদ্রের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে মা দেবকী ও বাবা বসুদেবের অষ্টম সন্তানরূপে মামা কংসের কারাগারে আবির্ভাব ঘটে ভগবান শ্রীকৃষ্ণের।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *