Connect with us

দেশজুড়ে

আটোয়ারীতে ৫০ শতক জমির কলার কান্দি কেঁটে ফেলেছে দুর্বৃত্তরা

Published

on

Atwari Pic - Banana 30-8-15

ছবি : আটোয়ারী (পঞ্চগড়) : সন্তানের স্বপ্ন ভঙ্গে বৃদ্ধ মা জরিনা ছেলের সাথে মাথায় হাত দিয়ে কেঁটে ফেলা কলা বাগানে।

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীর পল্লীতে শত্রুতা বশতঃ এক বর্গা চাষীর ৫০ শতক জমির অপরিপক্ক কলার কান্দি রাতের অন্ধকারে কেঁটে ফেলেছে দুর্বৃত্তরা। উল্লেখ্য, উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের মোলানী গ্রামের মৃত. জয়নাল হকের পুত্র শাহাজাহান (৩০) ঋণের টাকা দিয়ে অন্যের জমি বর্গা নিয়ে প্রায় সাত-আট বছর হতে কলা চাষ করে বৃদ্ধা মা জরিনা বেওয়াসহ পরিবার পরিজন নিয়ে কোন মতে সংসার প্রতিপালন করে আসছিলেন। এবছরও বর্গাচাষী শাহাজাহান মোলানী বিটপাড়া গ্রামের জনৈক আব্দুল আলীর ৫০ শতক জমি ১০ হাজার টাকার বিনিময়ে এক বছরের জন্য বর্গা নিয়ে কলা চাষ করেন। এতে তার প্রায় ৪০ হাজার টাকা খরচ হয়।

শাহাজাহান জানান, আর এক মাসের মধ্যে কলা বিক্রি শুরু হলে প্রায় ৭০ থেকে ৭৫ হাজার টাকার কলা বিক্রি করতে পারতেন। তার এই স্বপ্ন শনিবার রাতে ধুলিসাৎ করে দিলেন দুর্বৃত্তরা। তিনি আরো জানান, অতি সম্প্রতি একই গ্রামের (মধ্যপাড়া) মৃত. শরীফ উদ্দীনের পুত্র সইফুল (৪০), সহিদুল (৫০) আবুল হোসেন ও সাতারুলের (৩০) সাথে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়ভাবে বিচার-শালিস হয় এবং বিষয়টি থানার গোল ঘর পর্যন্ত গড়ায়। বর্গা চাষীর অভিযোগ, দীর্ঘদিন হতে কলা চাষ করলেও কোনদিন এরকম ঘটনা ঘটেনি। এঅবস্থায় ওই বর্গাচাষী তাদেরকে সন্দেহ করে গতকাল রোববার বিকেলে আটোয়ারী থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।

বাংলাদেশেরপত্র/ এডি/ আর

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *