Connect with us

আন্তর্জাতিক

আন্নার ১১০০ কিলোমিটার পদযাত্রা ঘোষণা

Published

on

anna-largeআন্তর্জাতিক ডেস্ক:

ভারতে মোদি সরকারের ভূমি অধিগ্রহণ বিলের বিরুদ্ধে আন্দোলনের অংশ হিসেবে এক হাজার ১০০ কিলোমিটার দীর্ঘ লংমার্চ বা পদযাত্রা কর্মসূচির ঘোষণা দিয়েছেন গান্ধীবাদী নেতা আন্না হাজারে। পশ্চিমাঞ্চলীয় প্রদেশ মহারাষ্ট্রের সেবাগ্রামের কৃষকদের সঙ্গে কথা বলে ৩০ মার্চ এই পদযাত্রা শুরু করবেন বলে গণমাধ্যমকে নিশ্চিত করেন আন্না। ওই দিন সেবাগ্রাম থেকে শুরু হয়ে আগামী মে মাসের প্রথম সপ্তাহে দিল্লিতে গিযে শেষ হবে পদযাত্রা। সারা দেশের কয়েক হাজার কৃষক এই আন্দোলন কর্মসূচিতে অংশ নেবেন বলে জানিয়েছেন অহিংস আন্দোলনে বিশ্বাসী এই নেতা। গত ডিসেম্বরে কারখানা ও অন্যান্য শিল্প-অবকাঠামো নির্মাণের জন্য কৃষকদের কাছ থেকে ব্যবসায়ীদের জমি কেনার বিষয়টি সহজ করে দিতে নতুন ভূমি অধিগ্রহণ বিল পাস করে মোদি সরকার। এই নীতির ফলে কৃষকরা তাদের অধিকার থেকে বঞ্চিত হবেন বলে মনে করেন আন্না হাজারে। অবিলম্বে এই বিল বাতিল করতে সরকারের ওপর চাপ সৃষ্টির জন্য উত্তর প্রদেশ, বিহার, মধ্য প্রদেশ, রাজস্থান, হরিয়ানা ও পাঞ্জাব হয়ে দিল্লি পৌঁছে আদালত ঘেরাও কর্মসূচি শুরু করবেন আন্না।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *