Connect with us

ঢাকা বিভাগ

আলফাডাঙ্গায় ভাইয়ে-ভাইয়ে দন্দের জের নির্মানাধীন ভবন ভাংচুর

Published

on

আলফাডাঙ্গা(ফরিদপুর)প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বারইপাড়া গ্রামে ভাইয়ে-ভাইয়ে বিরোধের জের ধরে নির্মানাধীন একতলা ভবন ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, গ্রামের বড়ভাই মকলেচুর রহমানের সাথে ছোটভাই সোহরাব মোল্যার জমাজমি নিয়ে দির্ঘদিন বিরোধ চলে আসছিল। তার জের ধরে উক্ত মকলেচুর রহমানের মেয়ে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানায় কর্মরত মহিলা কনস্টেবল রওশন আরা খানমের নেতৃত্বে গত ১৬ নভেম্বর বুধবার সকাল ৬টার দিকে চাইনিস কোরাল, রামদা, হাতুরি, লোহার রড, ড্রিল মেশিন, বড় হ্যামার, ও ওয়ালকাটা মেশিনসহ শতাধীক লোকজন নিয়ে নির্মানাধী একতলা ভবনটি ভেঙ্গে গুড়িয়ে দেয়। এ ব্যাপারে গতকাল ১৯ নভেম্বর শনিবার আলফাডাঙ্গা থানায় মহিলা কনস্টেবল রওশন আরা খানম(২৯), তার পিতা মোখলেচুর রহমান(৭০), ভাই ফরিদ মোল্যা(২৫), ফয়সাল মোল্যা(২০), ফোরাদ মোল্যা(২৭) ও বড় বোন রেহেনা বেগম(৩৫) এর বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন ভূক্তভোগী সোহরাব মোল্যা। জানতে চাইলে মহিলা কনস্টেবল রওশন আরা খানম মুঠোফোনে বলেন, তিনি ঘটনাস্থলে ছিলেন না। তবে ঘটনাস্থল পরিদর্শনকারি আলফাডাঙ্গা থানার এস আই মো. সিরাজুল ইসলাম বলেন, রওশন আরা খানম ঘটনাস্থলে ছিলেন। ঘটনাস্থলেই তার সাথে আমার কথা হয়েছে। এ ব্যপারে কাশিয়ানী থানা অফিসার ইনচার্জ এ কে এম আলীনুর হোসেন মুঠোফোনে বলেন, বিষয়টি আমি শুনেছি,ব্যাপারটা দুঃখজনক। আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. নাজমুল করিম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেয়েছি, তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *