Connect with us

জাতীয়

আলমডাঙ্গায় জমি নিয়ে বিরোধ, দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

Published

on

clash picচুয়াডাঙ্গা প্রতিনিধি:

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আইলহাস ইউনিয়নের হোসেনপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আশরাফ (৩৫) নামে এক যুবক নিহত ও একই পরিবারের চারজন আহত হয়েছেন। গত কাল সকাল ৯টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত আশরাফ হোসেনপুর গ্রামের মরহুম ইয়াসেফ মণ্ডলের ছেলে। আহতরা হলেন- একই গ্রামের ইসাহাকের ছেলে আকমল (৩৬), মান্নানের ছেলে বিপ্লব (২৫), মজিবরের ছেলে ইদ্রিস (৩০) ও আইনালের ছেলে লিটন (২৫)। এরা সবাই হান্নানের আÍীয়। আহতদের চুয়াডাঙ্গা সদর হাসপাতাল ভর্তি করা হলে সেখানে আকমলের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশীদ জানান, হোসেনপুর গ্রামের দর্শনা কেরু অ্যান্ড কোম্পানি চিনিকলের একখণ্ড জমি দখলকে কেন্দ্র করে চিনিকলের পক্ষে রেজাউল ও দখলদার হান্নানের মধ্যে বিরোধ চলছিল। গত কাল সকালে হান্নান গ্র“পের কয়েকজন লোক মাঠে কাজ করছিলেন। এ সময় রেজাউল গ্র“পের লোকজন ঘটনাস্থলে এসে আশরাফকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে চলে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ খবর গ্রামে ছড়িয়ে পড়লে দু’ পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে ওই চারজন আহত হয়। এ ঘটনার পর চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) শফিউল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, ঘটনা যাচাই করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা হবে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *