Connect with us

আন্তর্জাতিক

ইকুয়েডরে ভূমিকম্পে নিহত ৪৮০, নিখোঁজ ১৭০০

Published

on

earthquakeআন্তর্জাতিক ডেস্ক: ইকুয়েডরে আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪শ ৮০। ভূমিকম্পের পর এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছে প্রায় ১ হাজার ৭শ` মানুষ। এক কর্মকর্তা জানান, সময়ের সঙ্গে সঙ্গে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। ভূমিকম্পের পর এখনও পর্যন্ত বহু মানুষ নিখোঁজ রয়েছেন। খবর ডনের।
দেশটির উপ-স্বরাষ্ট্রমন্ত্রী দিয়েগো ফুয়েনতেস জানান, আমাদের কাছে নিখোঁজদের যে তালিকা ছিল তাতে ২ হাজার মানুষের নাম ছিল। সেখান থেকে মাত্র ৩শ জনকে আমরা খঁজে পেয়েছি। এখনও পর্যন্ত ১ হাজার ৭শ` জনের কোনো খবর পাওয়া যায়নি।
তিনি আরো বলেন, ভূমিকম্পে আমরা ৪শ ৮০ জনকে হারিয়েছি। দুর্যোগে প্রায় ২ হাজার ৫শ ৬০ জন আহত হয়েছে। দুর্যোগের ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে কর্তৃপক্ষ।
শনিবার দেশটিতে ৭ দশমিক ৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। ভয়াবহ ওই ভূমিকম্পে বহু বাড়ি-ঘর, রাস্তা-ঘাট, ব্রিজ ক্ষতিগ্রস্ত হয়েছে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *