Connect with us

আন্তর্জাতিক

ইরাকে আইএসের এলাকা ছাড়ছে মানুষ

Published

on

iraq bdpআন্তর্জাতিক ডেস্ক: ইরাকে আইএস অধ্যুষিত এলাকা থেকে হাজার হাজার মানুষ পালিয়ে যাচ্ছেন। ইরাকি বাহিনী এবং মিত্র জোট মসুলে হামলার পরিকল্পনা করছে এমন খবরের পর তারা কুর্দি অধ্যুষিত বিভিন্ন অঞ্চলে আশ্রয়ের খোঁজে পরিবার পরিজন নিয়ে ছুটছেন।
হামলা থেকে রক্ষা পেতে পুরুষের পাশাপাশি নারীরাও তাদের ছোট ছোট সন্তানদের নিয়ে পালিয়ে বেড়াচ্ছে। তাদেরই একজন ওমর (২৯) নামে এক ব্যক্তি জানান, তিনি মখমুর শহরের একটি অস্থায়ী ট্রানজিট শিবিরে এখন রয়েছেন। তিনি বলেন, পালাতে গিয়ে তাকে তিন মিটার গভীর একটি গর্তে পড়তে হয়েছে। এখানে আসতে তাকে নানা সমস্যায় পড়তে হয়েছে। অনেক রাত রাস্তায় কাটাতে হয়েছে। তিনি বলেন, এ কষ্ট শুধু আমার বেলায় নয়, পালিয়ে আসা সকলের জন্যই প্রযোজ্য। আমরা সম্পূর্ণ একটা অনিশ্চিত গন্তব্যে মৃত্যুকে সঙ্গে নিয়ে ছুটছি। জানি না কষ্টের এ দিন কবে শেষ হবে।
একজন সেনা কর্মকর্তা বলেন, জঙ্গি আইএসকে মৃত্যুর মতো ভয়ঙ্কর শাস্তি দেয়া উচিত কেননা দিনে দিনে তাদের ধ্বংসযজ্ঞ বেড়েই চলেছে। প্রতি সপ্তাহে শত শত লোক জীবনের ঝুঁকি নিয়ে এ পথে ছুটছে। মানুষের ঢল আগেই শুরু হয়েছে। কিন্তু গত মাসে তা অনেক বৃদ্ধি পেয়েছে।
ইউনুস নামে এক ব্যক্তি জানান, শুধু গত রাতেই নারী ও শিশুসহ প্রায় ৩ শ’ জন মখমুর শহরে প্রবেশ করেছে। তিনি বলেন, যেসব নাগরিক আইএসের দখলকৃত এলাকায় রয়ে গেছে তাদেরকে জঙ্গি তত্পরতায় ঝুঁকতে চাপ দেয়া হচ্ছে।
এদিকে ইরাকের পশ্চিমে আনবার প্রদেশে আইএসের হামলা ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে কমপক্ষে ২২ আইএস জঙ্গি নিহত হয়েছে। নিরাপত্তা বাহিনী ও সুন্নী উপজাতি যোদ্ধারা আইএসের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়লে এ হতাহতের ঘটনা ঘটে। পুলিশ জানায়, ওইদিন তারা সিকাক ও আসকারি জেলা তাদের দখলে আনতে সক্ষম হয়েছেন। আল জাজিরা।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *