Connect with us

আন্তর্জাতিক

ভারতে ধর্মীয় অসহিষ্ণুতা নিয়ে ওবামার অসন্তোষ

Published

on

urlআন্তর্জাতিক ডেস্ক:

ভারতে ধর্মীয় অসহিষ্ণুতা নিয়ে ফের মন্তব্য করছেন আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা। বৃহস্পতিবার তিনি ন্যাশনাল প্রেয়ার ব্রেক ফাস্টে বলেন, ‘ভারত অতুলনীয় সুন্দর, বৈচিত্রে পরিপূর্ণ দেশ। কিন্তু এই দেশেই গত কয়েক বছর বিভিন্ন ধর্মীয় বিশ্বাসের মানুষ আক্রান্ত হয়েছেন। তাদের আক্রমণ করছেন অন্য ধর্মীয় বিশ্বাসের মানুষেরা, শুধুমাত্র নিজেদের ঐতিহ্য ও গোড়া বিশ্বাসের কারণে। যে গান্ধীজি ভারতকে উদার করতে সাহায্য করেছিলেন, এ ধরণের অসহিষ্ণুতা দেখে তিনিও মর্মাহত হতেন।’

ভারত সফরের শেষ দিনে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা দিল্লির সিরি ফোর্ট অডিটোরিয়ামে বক্তৃতাকালে বলেন, ‘প্রত্যেক ব্যক্তিরই কোনো হয়রানি ছাড়াই তার ধর্মবিশ্বাস পালন করার অধিকার রয়েছে। ভারত ততক্ষণ সফল থাকবে, যতক্ষণ এখানে ধর্মের ভিত্তিতে মানুষকে বিভক্ত করা হবে না।’ ওবামা বলেন, ‘প্রত্যেক ব্যক্তিরই হয়রানি, ভয় বা পক্ষপাত ছাড়াই নিজের ধর্ম পালনের অধিকার আছে। সাম্প্রদায়িকতা বা অন্য কোনো বিষয়ের ওপর ভিত্তি করে মানুষকে বিভক্ত করার চেষ্টার বিরুদ্ধে আমাদের সতর্ক থাকতে হবে।’

এর আগে ভারত সফরে এসে ধর্মীয় বিভাজন প্রসঙ্গে আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামার বক্তব্যকে ‘দুর্ভাগ্যজনক’ বলে মন্তব্য করেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। ২ ফেব্র“য়ারি রাজনাথ সিং তারালাবালু মঠের একটি অনুষ্ঠানে যোগ দেয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘ভারত তখনই উন্নতি করবে, যখন ধর্মীয় ভিত্তিতে মানুষের মধ্যে বিভাজন করা হবে না’-ওবামার এই মন্তব্য সত্যিই দুঃখজনক।’

ওবামা রীতিমত সংবিধানের ২৫ নম্বর ধারা উল্লেখ করে বলেন, ‘আপনাদের সংবিধানের এই অনুচ্ছেদ বলছে, সব মানুষের নিজের পছন্দ অনুযায়ী ধর্ম পালন করার অধিকার এবং তা প্রচার করার অধিকার রয়েছে।’ তিনি বলেন, ‘দেশ তখনই সফল হয়, যখন সবাই  সমান সুযোগ সুবিধা পায় এবং হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ সবাই যখন সমান হয়। গান্ধীজি বলেছিলেন, সব ধর্ম একই বাগানের বিভিন্ন ফুল।’

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *