Connect with us

জাতীয়

ইসি’র কাছে সময় চাইলেন এমাজউদ্দিন-মাহবুবরা

Published

on

BNP-EC01 নিজস্বপ্রতিনিধি:  ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের তারিখ কয়েকদিন পেছানোর আবেদন করা হয়েছে বিএনপি সমর্থক শত নাগরিক কমিটির পক্ষ থেকে। নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে শত নাগরিক কমিটির পক্ষে সাংবাদিকদের একথা বলেন অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ।

এছাড়া নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির করার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহবান জানানো হয়েছে বলেও জানান তিনি। নির্বাচন কমিশন তাদের প্রস্তাব বিবেচনায় নেয়ার আশ্বাস দিয়েছেন বলেও জানান অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ। এর আগে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে যান অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন ও অধ্যাপক মাহবুবউল্লাহ, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি জাফর উল্লাহ খানসহ শত নাগরিক কমিটির একটি প্রতিনিধি দল।

তারা সেখানে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকীবউদ্দীন আহমদের সঙ্গে বৈঠক করেন। সাংবাদিকদের অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ বলেন, ‘বর্তমানে বহু ভোটার আছেন যারা মামলায় জর্জরিত হয়ে আত্মগোপনে আছেন। যারা গ্রেফতার হয়ে আছেন তারা যেন জামিন পেতে পারেন এবং নির্বাচনে অংশ নিতে পারেন। সেই সাথে, মিছিল মিটিং সমাবেশ করার সুযোগটি যেন তারা পায়। ‘

‘একটি নিরপেক্ষ নির্বাচন হোক’ এমনটা উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা চাই একটি ফ্রি, ফেয়ার নির্বাচন হোক। এখানে যাতে কোনো ভয় ভীতির সুযোগ না থাকে। ‘

এসময় সাংবাদিকদের বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট বার আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন বলেন, আমাদের সব ব্যাপারে উনি(নির্বাচন কমিশনার) তার সাধ্য অনুযায়ী চেষ্টা করবেন।

এসময় তিনি সাংবাদিকদের জানান, আমরা তাকে বলেছি, নির্বাচনের ব্যাপারে যা যা করণীয় সংবিধান এবং আইন আপনাকে যে যে ক্ষমতা দিয়েছে সেটি আপনি সাহসের সাথে বিবেককে উজ্জীবিত রেখে করবেন। ‘

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *