Connect with us

আন্তর্জাতিক

ইয়েমেনে আল কায়েদার শীর্ষ নেতা নাসের নিহত

Published

on

 

আন্তর্জাতিক ডেস্ক:

ইয়েমেনে আরব উপদ্বীপের আল কায়েদার (একিউএপি) শীর্ষ নেতা নাসের আল-আনসি যুক্তরাষ্ট্রের বিমান হামলায় নিহত হয়েছেন। বিবিসি বলছে, ইন্টারনেটে বিদ্রোহী জঙ্গিদের তৎপরতা পর্যবেক্ষণকারী যুক্তরাষ্ট্রের একটি গোষ্ঠী সাইট ইন্টেলিজেন্স দাবি করেছে, একিউএপি এক বিবৃতিতে জানিয়েছে, এপ্রিলে বন্দর নগরী মুকাল্লায় আনসি নিহত হয়েছেন। তবে আনসির নিহত হওয়ার ব্যাপারে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি। একিউএপি-এর অনেক ভিডিওতে আনসি রয়েছেন। এরকমই একটি ভিডিওতে আনসি দাবি করেন, জানুয়ারিতে ফ্রান্সের ব্যঙ্গ ম্যাগাজিন শার্লি হেবদোতে হামলায় নেপথ্যে রয়েছে আল কায়েদা। ওই হামলায় ১২ জন নিহত হন। সাইট ইন্টেলিজেন্স আরো জানিয়েছে, আনসির বড়ছেলে এবং অন্য অনেক যোদ্ধা মুকাল্লায় বিমান হামলায় নিহত হয়েছেন। চলতি বছরের এপ্রিলে আল-কায়েদা মুকাল্লা শহরটি দখল করে। এটি ইয়েমেনের পূর্বাঞ্চলীয় হাদরামাওত প্রদেশের রাজধানী। শহরটি দখলের পাশাপাশি এখানকার কারাগার থেকে ডজন ডজন একিউএপি জঙ্গি-বিদ্রোহীকে মুক্ত করা হয়। কিন্তু মাত্র তিনদিন তারা এই দখল ধরে রাখতে পেরেছিল। স্থানীয় বিভিন্ন গোত্রের মানুষের প্রতিরোধের মুখে আল-কায়েদার অধিকাংশ সদস্য শহর ছেড়ে যেতে বাধ্য হয়। গেল সেপ্টেম্বরের একটি ভিডিওতে দেখা যায়, আনসি ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে সুন্নি মুসলিমদের লড়াই করার আহ্বান জানাচ্ছেন। ইয়েমেনের অধিকাংশ এলাকা শিয়া হুতি বিদ্রোহীরা দখল করে নিয়েছে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *