Connect with us

আন্তর্জাতিক

ইয়েমেনে সৌদি হামলায় ২০ ভারতীয় নিহত

Published

on

map-1427811682

আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন আরব জোটের বিমান হামলায় কমপক্ষে ২০ ভারতীয় নিহত হয়েছেন। মঙ্গলবার তেল চোরাচালানিদের ওপর হামলা চালাতে গেলে এ ঘটনা ঘটে বলে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে।

স্থানীয় বাসিন্দা ও জেলেরা জানিয়েছেন, পশ্চিম ইয়েমেনের হুদায়দাহ শহরের কাছে আল-খোখা বন্দরে দুটি নৌকার ওপর বিমান হামলা চালায় সৌদি জোট। এতে ২২ জন নিহত হয়। এদের মধ্যে ২০ জনই ভারতীয়। খোখা বন্দরটি মূলত ভারতীয়রা ব্যবহার করত। যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনের ভেতরে তেল চোরাচালানের কাজে বন্দরটি ব্যবহার করত তারা। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে নিহতের বিষয়টি নিশ্চিত করতে পারেনি। কারণ, গত এপ্রিলে ইয়েমেনে নিজেদের দূতাবাস বন্ধ করে দিয়েছে ভারত।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিকাশ স্বরূপ বলেন, ‘আমরা প্রতিবেদনের বিষয়টি খতিয়ে দেখছি।’

প্রসঙ্গত, হুতিদের হামলার পরিপ্রেক্ষিতে গত মার্চে প্রতিবেশী সৌদি আরবে পালিয়ে যান ইয়েমেনি প্রেসিডেন্ট আব্দে রাব্বু মনসুর হাদি। এ ঘটনার পর মার্চের শেষের দিকে ইয়েমেনে হুতিদের ওপর হামলা চালাতে শুরু করে সৌদি নেতৃত্বাধীন আরব জোট। ইতিমধ্যে হুতিদের কাছে থেকে বন্দরনগরী এডেনের দখল নিয়েছে জোট। গত সপ্তাহে হুতিদের হামলায় জোটের ৬০ সেনা নিহত হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে হুতিদের ওপর হামলা আরো জোরদার করতে চলতি সপ্তাহে ইয়েমেনে এক হাজার স্থল সেনা মোতায়েন করেছে কাতার।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *