Connect with us

আন্তর্জাতিক

ইয়েমেন সংঘর্ষ: বিপ্লবীরা গণহারে জেলে নিচ্ছে বিরোধীদের

Published

on

yemen
আন্তর্জাতিক ডেস্ক:
ইয়েমেনে বিদ্রোহী হউথিরা গণহারে জেলে নিচ্ছে তাদের বিরোধী পক্ষকে এবং কাইকে অস্ত্রের মুখে জেলে নিয়ে চালানো হচ্ছে নির্যাতন। বিবিসির এক প্রতিবেদনে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালকে উদ্বৃত্ত করে এ কথা জানায়।
অ্যামনেস্টি ৬০টি এমন বিষয় পর্যবেক্ষণ করে জানিয়েছে, ঢালাও ভাবে গ্রেফতার, বিদ্রোহী সেনাবাহিনী কর্তৃক অপহরণের বেশ কিছু ঘটনা রয়েছে বলে মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে। এই গ্রেফতারের আওতায় রাজনীতিবিদ ছাড়াও রয়েছে সাংবাদিক, শিক্ষাবিদ এবং অ্যাক্টিভিস্ট।
হউথি বিদ্রোহী ইয়েমেনের রাজধানী সানাহ দখল করার পর দেশটির সরকার ও সৌদি আরবের কোয়ালিশন বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। ২০১৫ সালের মার্চ মাসের পর ৬২০০ জন সাধারণ অধিবাসী মারা গেছেন। এ ছাড়াও ৩০ লাখের মত মানুষকে অন্যত্র চলে যেতে হয়েছে। বিবিসি।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *