Connect with us

জাতীয়

এবার মাদ্রাসা শিক্ষকদের সঙ্গে বসবে সরকার

Published

on

bangladesh_madrasha_bord
অনলাইন ডেস্ক
: জঙ্গিবাদ প্রতিরোধে এবার মাদ্রাসা শিক্ষকদের নিয়ে বসতে যাচ্ছে সরকার। এ লক্ষ্যে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে সারা দেশের ইবতেদায়ি, দাখিল ও আলিম মাদ্রাসা অধ্যক্ষ ও সুপারদের সঙ্গে জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় করণীয় বিষয়ে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মুহ. সাইফুল্লাহ জানিয়েছেন, রোববার সকাল ১১টায় খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটশন মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
এতে জঙ্গিবাদী কার্যক্রম নির্মূলে কার্যকরি পথ খুঁজে বের করার বিষয়ে আলোচনা হবে। শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে মাদ্রাসা সুপারদের কিছু দিক-নির্দেশনা দেওয়া হবে। এবং সর্বোপরি জঙ্গিবাদ বিষয়ে সব মাদ্রাসা কর্তৃপক্ষের অবস্থান জানা হবে বলে জানা গেছে।
এর আগে গত ২১ জুলাই সারা দেশের কলেজ অধ্যক্ষ ও ১৭ জুলাই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে বৈঠক করা হয়। শনিবার (২৩ জুলাই) বৈঠক হয় পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *