Connect with us

গাইবান্ধা

এমপিকে হত্যা: সুন্দরগঞ্জে চলছে সকাল সন্ধ্যা হরতাল

Published

on

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনকে গুলি করে হত্যার ঘটনায় সুন্দরগঞ্জে চলছে সকাল সন্ধ্যা হরতাল।

আজ রবিবার সকাল সাড়ে সাতটার দিকে বিক্ষুব্ধ জনতা বামনডাঙ্গা রেল স্টেশনে রেল লাইন অবরোধ করে লালমনিরহাট থেকে সান্তাহারগামী পদ্মরাগ এক্সপ্রেস ট্রেনটি আটকে দিয়েছে। এছাড়া সকাল থেকেই এমপি লিটনের বাড়িতে আত্মীয় স্বজন ও দলীয় নেতা কর্মীসহ স্থানীয়রা তার লাশ দেখার জন্য ভিড় জমিয়েছেন। একই সাথে চলছে শোকের মাতম।

এমপি লিটনের শ্যালক বদিউল কারেমীন বলেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্ত শেষে কখন লাশ হস্তান্তর করা হবে তা বলতে পারছি না। জানাজা ও দাফন কোথায় হবে এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, লাশ পাবার পর আত্মীয় স্বজনরা একত্রিত হয়ে সে সিদ্ধান্ত নেবে।

পুরো সুন্দরগঞ্জ জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা বিভিন্ন স্থানে খন্ড খন্ড মিছিল করছেন। সমস্ত দোকানপাট সকাল থেকেই হরতালের কারণে বন্ধ রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে সুন্দরগঞ্জ থানার ওসি আতিয়ার রহমান জানিয়েছেন।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *