Connect with us

দেশজুড়ে

ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপিত

Published

on

বড়াইগ্রাম
ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে বড়াইগ্রাম উপজেলা প্রশাসনের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। র‌্যালিটি বনপাড়া পৌর শহর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মো. জাহিদ নেওয়াজ। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বনপাড়া পৌর মেয়র কে.এম. জাকির হোসেন, উপজেলা আ’লীগের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল জলিল , বনপাড়া শেখ মুজিব ফজিলাতুননেছা মুজিব অনার্স মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক।
এছাড়াও সভায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আনোয়ারুল ইসলাম চৌধুরী ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সিরাজুম মুনিরা প্রমুখ।
শিবগঞ্জ
মুজিবনগর দিবস উপলক্ষে শুক্রবার বগুড়ার শিবগঞ্জ প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপজেলা পরিষদের সভা কক্ষে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলামের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তা, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এম.এ লতিফ, পৌর আওয়ামী লীগের সভাপতি আমিনুল হক দুদু, সাধারণ সম্পাদক সামছুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাব্বত আলী, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জিল্লুর রহমান, সমাজসেবা কর্মকর্তা মুস্তারি আক্তার জাহান, প্রাণী সম্পদ কর্মকর্তা আবুল কালাম সামছুদ্দিন, মৎস্য কর্মকর্তা আবুল বাশার, উপজেলা রিসোর্স ইন্সট্রেক্টর আব্দুস ছামাদ, উপজেলা মুক্তিযোদ্ধা ডিপুটি কমান্ডার ফরিদ উদ্দিন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, উপজেলা যুবলীগের আহ্বায়ক আব্দুস ছাত্তার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা সোহেল আক্তার মিঠু, সাবেক ছাত্রনেতা সাহাব উদ্দিন শিবলি, চণ্ডিহারা বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কৃষ্ণ গোপাল দাস দুলাল, শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আজিজার রহমান প্রমুখ। অনুষ্ঠান শেষে রচনা প্রতিযোগিতায় শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী মনিফা হক প্রথম, তমা রানী রায় ২য়, রুমা আক্তার ৩য় স্থান অর্জন করে।
পরে শিবগঞ্জ শিল্পকলা একাডেমি শিল্পী রুপন্তি ও তিন্নি মোদকের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পাইকগাছা
খুলনার পাইকগাছায় ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাড. স.ম বাবর আলী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহদাৎ হোসেন বাচ্চু। বক্তব্য রাখেন অধ্যক্ষ মিহিরবরণ মণ্ডল, উপাধ্যক্ষ সরদার মোহাম্মদ আলী, প্রাক্তন প্রধান শিক্ষক সুরাইয়া বানু ডলি, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. রেজাউল করিম, প্রভাষক লিলিমা খাতুন, মঈনুল ইসলাম, মাহবুবা নাজরীন ইরানী, শিক্ষক অজিত কুমার মন্ডল, মো. ইমরুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন এ্যাড. শফিকুল ইসলাম কচি।
আত্রাই
সারা দেশের ন্যায় নওগাঁর আত্রাইয়ে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন করা হয়েছে। গত শুক্রবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন আয়োজিত ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে উপজেলা চত্বর থেকে এক বণার্ঢ্য র‌্যালী বের হয়ে উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদর্ক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার হেমন্ত হেনরী কুবির সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. এবাদুর রহমান এবাদ। র‌্যালী শেষে দিবসের তাৎপর্য তুলে ধরেন আত্রাই বিশ্ব বিদ্যালয় কলেজ শাখার বাংলা বিভাগের অধ্যাপক আব্দুল হামিদ, সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান একরামূল বারী রঞ্জু, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, আত্রাই থানার তদন্ত ওসি শামছুল , উপজেলা আওয়ামী লীগের সভাপতি শ্রী নৃপেন্দ্র নাথ দত্ত দুলাল, সাধারণ সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল, যুগ্ম সম্পাদক শ্রী বরুন কুমার সরকার, প্রচার সম্পাদক মো. আফছার আলী প্রামানিক, যুব লীগের আহ্বায়ক আবুল কালাম ফৌজদার, জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শোয়েব আলী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আকতার হেসেন, উপজেলা শিক্ষা অফিসার সাফিয়া আকতার অপু, উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. ফজলুল হক, আত্রাই বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ মো. সোহেল রানা, আত্রাই মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. ইমতিয়াজ হোসেন, পাথাইল ঝাড়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ শহিদুল আলম প্রমূখ। অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলোয়াত করেন উপজেলা পরিষদের জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মো. আব্দুল মমিন।

শেরপুর
১৭ই এপ্রিল মুজিবনগর দিবস উপলক্ষ্যে শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে মুজিবনগর দিবস পালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. জাকির হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুর অতিরিক্ত জেলা প্রশাসক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শেরপুর জেলার পুলিশ সুপার মো. মেহেদুল করিম। অনুষ্ঠানের শুরুতেই মুজিবনগর দিবসের প্রবন্ধ পাঠ করেন ম্যাজিস্ট্রেট মো. মামুনুর রশিদ। প্রবন্ধ পাঠ করার পরে মুজিবনগর নিয়ে বক্তব্য রাখেন জেলা প্রশাসক, পুলিশ সুপার, শেরপুর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু প্রকাশ দত্ত।
আরও যারা বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট আধার, সাধারণ সম্পাদক শাপলা, শেরপুর সেক্টর কমান্ডার আমজাদ হোসেন, শেরপুর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শামছুন নাহার কামাল। সদর উপজেলা ডেপুটি কমান্ডার জিন্নত আলী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফখরুল মজিদ খোকন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াদুদ অদু, শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জীবন কৃষ্ণ বসু, শেরপুর সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা, মেয়রের পক্ষে প্যানেল মেয়র মতিউর রহমান মতি।
পাবনা
পাবনায় যথাযথ মার্যাদায় পালিত হয়েছে ঐতিহাসিক মুজিবনগর দিবস। পাবনা জেলা প্রশাসন ও জেলা আওয়ামী লীগ নানা কর্মসূচির মধ্যদিয়ে যথাযথ মর্যাদায় দিবসটি পালন করে।
শুক্রবার পাবনা জেলা প্রশাসন সকাল সাড়ে ৯টায় দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের কার্যালয় থেকে একটি র‌্যালি বের হয়ে রফিকুল ইসলাম বকুল পৌর মিলনায়তনে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে জেলা প্রশাসন মিলনায়তনে জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দিন এর সভাপতিত্বে আলোচনা সভায় অংশগ্রহণ করেন মুক্তিযোদ্ধা চন্দন কুমার চক্রবর্তী, জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আব্দুল বাতেন, সদর উপজেলা কমান্ডার আবুল কাশেম বিশ্বাস, সদর উপজেলা চেয়ারম্যান মোশাররফ হোসেন, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ, এডিসি জেনারেল মোল্লা হাসান মাহমুদ, এডিএম মুন্সী মো. মনিরুজ্জামান প্রমুখ।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *