Connect with us

আন্তর্জাতিক

ওবামাসহ ৩১ রাষ্ট্রনায়কের ব্যক্তিগত তথ্য ফাঁস

Published

on

Secret-Service-3আন্তর্জাতিক ডেস্ক:

ই-মেল বিভ্রাট। আর তার জেরে সংকটে নরেন্দ্র মোদী-সহ ৩১ রাষ্ট্রনায়ক। রাষ্ট্রানায়কদের যাবতীয় ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে গিয়েছে। ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ায়। গত বছর জি-২০ সম্মেলনের সময় বিশ্বের মোট ৩১জন রাষ্ট্রপ্রধানের নাম, ঠিকানা, জীবনীপঞ্জি, পাসপোর্ট নম্বর-সহ যাবতীয় তথ্য অস্ট্রেলিয়ার অভিবাসন দফতরে সংগৃহীত ছিল। ৩১ রাষ্ট্রনায়কের মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা, রাশিয়ার প্রেসিডেন্ট ভ­াদিমির পুতিন, জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল, চীনের প্রেসিডেন্ট জি জিনপিং, জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে, বৃটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন প্রমুখ রয়েছেন। বিভ্রান্তি ঘটিয়েছেন অস্ট্রেলিয়ার অভিবাসন দফতরের এক কর্মী। তিনি একটি ই-মেল তার সহকর্মীকে পাঠানোর সময় রাষ্ট্রনায়কদের তথ্যগুলি যুক্ত করে দিয়েছিলেন। সেই সহকর্মী তখন ব্রিসবেনে এশিয়ান কাপ ফুটবল টুর্নামেন্ট নিয়ে ব্যস্ত ছিলেন। অস্ট্রেলিয়া অভিবাসন দফতরের দাবি, ওই কর্মী ইচ্ছাকৃতভাবে এ কাজ করেননি। ভুলবশত হয়ে গিয়েছে। কিন্ত রাষ্ট্রনায়কদের ব্যক্তিগত তথ্য, যা একান্তভাবেই গোপনীয়, তা কী করে অন্য ই-মেলের সঙ্গে চলে যায়, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। ভারত নরেন্দ্র মোদির পাসপোর্ট নম্বর বদলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *