Connect with us

দেশজুড়ে

কাউনিয়ায় ম্যানেজিং কমিটি নির্বাচনের জের: হামলা ও ছিনতাই’র অভিযোগ

Published

on

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের কাউনিয়ায় হারাগাছ ইউনিয়নের পূর্ব সনাতন গ্রামে ম্যানেজিং কমিটি নির্বাচনের জেরে হামলা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় কাউনিয়া থানায় অভিযোগ দাখিল করা হয়েছে বলে জানা যায়।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার হারাগাছ ইউনিয়নের পূর্ব সনাতন গ্রামের আব্দুল হালিমের পুত্র ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্থানীয় একটি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচনে পরাজিত এক প্যানেলের পক্ষে সমর্থন করেন। তারই জেরে গত শুক্রবার (৬ অক্টোবর-১৭) তারিখে রাত আনুমানিক ৭.৩০ মিনিটের সময় অভিযোগকারীর সম্পর্কের ভাগিনা একই এলাকার আব্দুল গফুরের পুত্র কিরন মিয়াসহ আলু ব্যবসায়ী জনৈক হাফিজুরের নিকট হতে ১লক্ষ ৯৫হাজার টাকা নিয়ে মীরবাগ বাজার থেকে বাড়ী ফেরার পথে কুঠিরঘাট হয়ে সনাতন ডোবারপাড় যাওয়ার সময় ব্রীজের উপর পূর্ব থেকে উৎপেতে থাকা চিহ্নিত সন্ত্রাসীরা হামলা চালিয়ে আমাদেরকে মারপিট করেন এবং সঙ্গীয় কিরন মিয়ার কাছে থাকা ১লক্ষ ৯৫হাজার টাকা ছিনিয়ে নেয়। এ সময় আমরা প্রাণ বাঁচাতে দৌড়ে বাড়ী যায়। একরামুল হক আরো অভিযোগ করে বলেন, অভিযুক্তরা এর আগেও আমার রাজনৈতিক কর্মী একই এলাকার আব্দুর রাজ্জাক এর পুত্র মিলনকে মীরবাগ বাস স্ট্যান্ডে ও একই এলাকার আব্দুল গফুরের পুত্র কিরন মিয়াকে খানসামার হাটে হামলা করে আহত করেছিল এবং পূর্ব সনাতন ডোবার পাড়ে আমার বড় ভাই আব্দুর রাজ্জাকের দোকানেও হামলা ও ভাংচুর করেন। এ ঘটনায় সে রাতেই চিহ্নিত ৬জনসহ অজ্ঞাতদের নামে অভিযোগ দাখিল করেছি। এ ঘটনায় থানা অফিসার ইনচার্জ মামুন অর রশীদ অভিযোগের বিষয়টি নিশ্চিত করে জানান ঘটনাটি তদন্তাধীন।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *