Connect with us

ঢাকা বিভাগ

কালকিনিতে চাকরী দেয়ার প্রলোভন দেখিয়ে প্রতারক চক্রের বাণিজ্য

Published

on

index madaripur disআশরাফুর রহমান কালকিনি(মাদারীপুর) প্রতিনিধি
মাদারীপুরের কালকিনি উপজেলার নবগ্রাম এলাকায় চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে গ্রামের সহজ সড়ল মানুষদের সর্বস্বান্ত করে ৩লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র। গ্রামের সুচতুর সন্ধ্যা রানী মন্ডল নামের এক মহিলা উক্ত চক্রের সাথে মিলে প্রতারনা করেছে বলে অভিযোগ উঠেছে। এনিয়ে গ্রামের সাধারন মানুষের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ভূক্তভোগীরা জানায়, সড়কে গাছ রোপন ও তা রক্ষনাবেক্ষনের কাজে চাকরি দেয়ার জন্য নবগ্রাম গ্রামের অন্তত ৫০জন নারী পুরুষের কাছ থেকে ৭হাজার থেকে ১০হাজার করে নগদ অর্থ উৎকোষ গ্রহন করে সন্ধ্যা রানী মন্ডল। কিন্তু দিনের পর মাস আর মাসের পর বছর গেলেও তাদের চাকরি দেয়া থাক দূরের কথা এমনকি তাদের দেয়া অর্থও ফেরত দেয়া হচ্ছে না। এনিয়ে ভূক্তভোগীরা চাঁপ প্রয়োগ করলে সন্ধ্যা রানী মন্ডল তাদের গ্রামের একটি সড়ক দেখিয়ে দিয়ে তা পরিস্কার করতে বলে এবং আগামী মাসে বেতন দেয়া হবে বলে আশ্বাস দেয়। চাকরি প্রার্থীরা সেই সড়ক পরিস্কার করলেও তাদের বেতন দেয়া হয়না। ফলে তারা বুঝতে পারে এটি পরিকল্পিত ভাবে তাদের সাথে প্রতারনা করা হয়েছে। এনিয়ে ক্ষোভের সৃষ্টি হলে সন্ধ্যা রানী মন্ডল নানা তালবাহানা শুরু করে।
এব্যাপারে ভূক্তভোগী শিক্ষা মধু, চপলা বাড়ৈ, সাবিত্রী বাড়ৈ, নমিতা বাড়ৈ, তপন বাড়ৈ, মনষ বাড়ৈ সহ ২০/২৫জন গ্রামবাসী অভিযোগ করে বলেন ‘ আমাদের চাকরী দেয়ার কথা বলে সন্ধ্যা রানী টাকা নিয়েছে। আবার মিথ্যা কথা বলে কাজও করিয়েছে। কিন্তু এখন বেতন থাক দূরের কথা আমাদের থেকে নেয়া টাকাও ফেরত দেয়া হচ্ছে না।’
এব্যাপারে সন্ধ্যা রানী মন্ডল বলেন ‘ আমি একটি প্রতিষ্ঠানের এক কর্মকর্তার প্রলোভনে চাকরি দেয়ার কথা বলে কয়েক জনের কাছ থেকে টাকা নিয়ে ছিলাম ঠিকই। তবে আমার সাথেও সে প্রতারনা করেছে। এর পরেও আমি আস্তে আস্তে সকলের টাকা পরিশোধ করছি।’

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *