Connect with us

ঢাকা বিভাগ

ফরিদপুরে পতাকা দিবস উদযাপন।

Published

on

ফরিদপুর থেকে মোঃ খালেদুর রহমান ঃ faridpur-potaka-debos-pi
১০ র্মাচ মহান মুক্তযিুদ্ধরে এই দনিে ফরদিপুরে বাংলাদশেরে পতাকা উত্তোলন করে তৎকালীন ছাত্র সংগ্রাম পরষিদরে নতেৃবৃন্দ। এ দনিটকিে স্মরনীয় করে রাখতে র্দীঘদনি পর পতাকা উত্তোলন ও আলোচনা সভার আয়োজন করা হয়।
স্থানীয় জলো পরষিদ মলিনায়তনে বৃহস্পতবিার সকালে আলোচনা সভা অনুষ্ঠতি হয়। অনুষ্ঠানরে শুরুতইে জাতীয় পতাকা উত্তোলন করে ছাত্র সংগ্রাম পরষিদরে তৎকালীন নতোরা। পরে মুক্তযিুদ্ধে শহীদ সকলরে আত্মার শান্তি কামনায় ১ মনিটি নরিবতা পালন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতথিি হসিাবে উপস্থতি ছলিনে ফরদিপুরে প্রথম পতাকা উত্তোলনকারী, যুদ্ধকালীন মুজবি বাহনিীর কামান্ডার, সাবকে এমপি শাহ মোহাম্মদ আবু জাফর। পতাকা উদযাপন কমটিরি আহবায়ক নাজমুল হাসান নসরুর সভাপতত্বিে আলোচনায় অংশ ননে রাজন্দ্রে কলজেরে সাবকে ভপি,ি সাবকে মুক্তযিোদ্ধা কামান্ডার কবরিুল আলম মাও, মুজবি বাহনিীর যুক্তকালীন কমান্ডার সালাউদ্দনি আহমদে, সাবকে ছাত্রনতো শাহরয়িার রুম,ি মুক্তযিোদ্ধা কবরিুল ইসলাম কাঞ্চন, লোকমান হোসনে মৃধা প্রমুখ। বক্তারা মহান মুক্তযিুদ্ধরে সময়কার স্মৃতচিারনরে পাশাপাশি মুক্তযিুদ্ধরে চতেনায় র্বতমান প্রজন্মকে এগয়িে আসার আহবান জানান।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *