Connect with us

দেশজুড়ে

কালীগঞ্জে পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে মারধর: থানায় অভিযোগ

Published

on

জেসমুল হোসেইন শুভ কালিগঞ্জ: জমির হালচাষ করার টাকা চাওয়ার অপরাধে ব্যবসায়ী জেনারুল ইসলাম কে মারধরসহ গালমন্দ করার ঘটনায় নানা অপকর্মের হোতা ও চিহ্নিত দুলু মিয়া (৩০) আব্দুল হক (৪৬) মনিরুল ইসলাম (৩৬) সহ তার সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে কালিগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।গত ৩০শে জুন অভিযোগে ব্যবসায়ী জেনারুল ইসলাম উল্লেখ করেন, লালমনিরহাট জেলার কালিগঞ্জ উপজেলার মৌজা শাখাতী এলাকায় দীর্ঘদিন হইতে শ্যালো চালিত পাওয়ার টিলার দ্বারা বিভিন্ন মানুষের জমি হালচাষ করে আসিতেছি মৌজা শাখাতী এলাকায় মৌজা শাখাতী এলাকার আব্দুল কদের ছেলে দুলু মিয়া কাছে এক হাজার টাকা চাইতে গেলে নানা ভাবে তালবাহানা করতে থাকে। গত ৩০শে জুন পাওনা টাকার জন্য দুলু মিয়া বাজারে একটি দোকানে গেলে জেনারুল কে অশ্লিল ভাষায় গালমন্দ করতে থাকে। তাকে গালমন্দ করার কারন জানতে চাইলে এবং প্রতিবাদ করতে গিয়ে তর্কবিতর্কের সৃষ্টি হয়। একপর্যায়ে দুলু মিয়া সহ তার সাঙ্গপাঙ্গরা উত্তেজিত হয়ে লাঠিসোটা নিয়ে জেনারুল হক কে মারধর করে গুরুতর আহত করেন এবং ব্যবসা জেনারুলের কাছে ৫ হাজার টাকা কেড়ে নেয় । পরে ব্যবসায়ীর জেনারুল ডাক চিৎকারে আশে পাশের লোকজন ছুটে আসলে তাদেরকে প্রান নাশের হুমকি প্রদান করে। এতে দুলু মিয়ার হুমকিতে আশে পাশের লোকজন সড়ে দাড়ায়। এছাড়া পরবর্তীতে পাওনা টাকা চাইলে জীবনে শেষ করে দেয়ার হুমকি প্রদান করেন।
এ ব্যাপারে কালীগঞ্জ থানার এসআই আলতাফ হক জানান, ঘটনার অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *