Connect with us

কুড়িগ্রাম

কুড়িগ্রামে অভিযান চালিয়ে ২২টি ভারতীয় গরু আটক করেছে বিজিবি

Published

on

 

Kurigram Cattle Recovered by BGB photo- 19.04.15কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ধরলা ব্রীজ এলাকায় অভিযান চালিয়ে ২২টি ভারতীয় গরু আটক করেছেবিজিবি। বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৪৫ বর্ডার গার্ড ব্যাটালিয়ন কুড়িগ্রাম সদরের হাবিলদার মোঃ আলমগীর হোসেনের নেতৃতে ১০ সদস্যেও এশটি বিশেষ টহল দল শনিবার রাতে ধরলা ব্রীজ এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ধরলা ব্রীজের নিকটবর্তী চর এলাকা থেকে গরু গুলো আটক করে। কিন্তু এসময় কাউকে গেস্খফতার করতে পারেনি বিজিবি।

খোঁজ নিয়ে জানা গেছে, অবৈধ ভাবে চোরাচালানের মাধ্যমে গরু গুলো ভারত থেকে নিয়ে এসে ধরলা ব্রীজ এলাকায় মজুদ করা হয়েছিল। আটককৃত গরুগুলো ভুরুঙ্গামারী কাষ্টমস অফিসে জমা করা হয়েছে। মালিক বিহীন এসব গরুর মূল্য প্রায় ১০ লাখ টাকা বলে জানা গেছে।

এ ব্যাপারে ৪৫ বর্ডারগার্ড ব্যাটালিয়নের পরিচালক মো. জাকির হোসেন বলেন, ধরলা ব্রীজসংলগ্ন এলাকা থেকে মালিকবিহীন ২২ টি ভারতীয় গরু আটক করার কথা স্বীকার কওে বলেন, চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *