Connect with us

কুড়িগ্রাম

কুড়িগ্রামে ঘূর্ণিঝড়ের আঘাতে ৫ গ্রামের ২শতাধিক বাড়ি ঘর লন্ডভন্ড

Published

on

Kurigram Tornado Hit Photo-2কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া ঘূর্ণিঝড়ের আঘাতে ৫ গ্রামের ২ শতাধিক ঘর-বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান লন্ডভন্ড হয়েছে। এসব গ্রামের দুই সহশ্রাধিক মানুষ ঘরবাড়ি বিদ্ধস্থ হওয়ায় খোলা আকাশের নিচে বসবাস করছে। আহত হয়েছে অন্তত ২০ জন। রোববার রাত ১১টার দিকে ভূরুঙ্গামারী উপজেলার পাইকের ছড়া ইউনিয়নের ছিট পাইকের ছড়া ও সোনাহাট ইউনিয়নের গনাইরকুটিসহ ৫ টি গ্রাম ও সোনাহাট ব্রীজপাড় বাজারের উপর দিয়ে বয়ে যাওয়া ঘুর্ণিঝড় আঘাত হানে।

ঘুর্ণিঝড়ে মূহুর্তের মধ্যে লন্ডভন্ড হয়ে যায় গ্রামের ঘর-বাড়ী ও গাছপালা। ক্ষতিগ্রস্থ পরিবারগুলো সবকিছু হারিয়ে খোলা আকাশের নিচে অবস্থান করছে। সোমবার সকালে এসব মানুষের মাঝে স্থানীয় ভাবে শুকনো খাবার ও খিচুরি বিতরন করা হয়েছে।

ভুরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হায়াত মোঃ রহমতুল্লা জানান, দূর্গতদের মাঝে জি আর তহবিল থেকে পরিবার প্রতি ৩০ কেজি করে চাল প্রদান করা হবে এবং ক্ষতি গ্রস্থ পরিবারের তালিকা করে পূণর্বাসনে সহয়তা করা হবে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *