Connect with us

কুড়িগ্রাম

কুড়িগ্রামে প্রবল বর্ষন ও উজানের ঢলে নিম্নাঞ্চল প্লাবিত

Published

on

Kurigram Flood photo-(2) 12.06.15.docকুড়িগ্রাম প্রতিনিধি:

গত তিন দিনের ভারী বর্ষন ও উজানের ঢলে কুড়িগ্রামের ধরলা, ব্রহ্মপুত্র ও তিস্তাসহ ১৬টি নদ-নদীর পানি অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পেয়েছে।এতে করে নদ-নদী অববাহিকার নিম্নাঞ্চলের ৩০ টি গ্রামের ৫ শতাধিক ঘর-বাড়ী প্লাবিত হয়ে পড়েছে। রাস্তা-ঘাট তলিয়ে যাওয়ায় ভেঙ্গে পড়েছে লের যোগাযোগ ব্যবস্থা। ভেসে গেছে ২ শতাধিক পুকুর ও মৎস্যচাষ প্রকল্পের মাছ। তলিয়ে গেছে ১শ হেক্টর জমি সবজি ক্ষেতসহ আমন বীজতলা।

সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের চরভেলাকোপার বাসিন্দা করিম উদ্দিন জানান, গতকাল থেকে হুহু করে নদীর পানি বাড়ছে। বাড়ী-ঘরে পানি উঠেছে। পানি দিয়ে চলা ফেরা করতে হচ্ছে। খুব সমস্যায় আছি।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ মাহফুজার রহমান জানায়, গত ২৪ ঘন্টায় ধরলা নদীর পানি সেতু পয়েন্টে ৩০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ১৬ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে ব্রহ্মপুত্রের পানি চিলমারী পয়েন্টে ৪৮ সেন্টিমিটার, নুন খাওয়া পয়েন্টে ৩১ সেন্টিমিটার ও তিস্তার পানি কাউনিয়া পয়েন্টে ১৬ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *