Connect with us

কুড়িগ্রাম

কুড়িগ্রামে মৎস্যজীবিদের মানব বন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ

Published

on

 

Kurigram Fisherman Bikkhob photo- 27.04.15শাহ্ আলম, কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের পাঁচগাছী ছড়া ২০০৬ সালে ১০ বছরের জন্য লিজ দেয়ার পরও নতুন করে দরপত্র আহবান করার প্রতিবাদে মানব বন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মৎস্যজীবিরা।

সোমবার দুপুরে কুড়িগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মৎস্যজীবিরা একত্রিত হয়ে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। এ সময় বক্তব্য রাখেন পাঁচগাছী মৎস্যজীবি সমিতির সভাপতি মন্টু রাম দাস, সম্পাদক ঠাকুর দাস ও যুগ্নসম্পাদক রাজেন চন্দ্র দাস প্রমুখ।

বক্তারা বলেন, চুক্তি অনুয়ায়ী আগামী ২০১৬ সাল পর্যন্ত পাঁচগাছী ছড়ার বন্দবস্ত থাকার পরও নতুন করে দরপত্র আহবান করা বে-আইনি। অবিলম্বে এ দরপত্র আহবান বাতিল করার দাবী জানান তারা। পরে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করে মৎস্যজীবিরা।

মৎস্যজীবিরা জানায়, জেলা সদরের পাঁচগাছী ছড়াটি গত ২০০৬ সালে মৎস্যজীবি দলকে জেলা প্রশাসকের কার্যালয় থেকে ১০ বছররের লিজ দেয়া হয়। এই লিজ অনুয়ায়ী মৎস্যজীবিরা মৎস্য চাষের পাশাপাশি সরকারী চালানের মাধ্যমে বিভিন্ন কিস্তিতে সরকারী কোষাগাড়ে অর্থ জমা দিয়ে আসছে। এ মেয়াদ আগামী ২০১৬সাল পর্যন্ত অব্যহত থাকার কথা। অথচ কোন নিয়ম না মেনেই জেলা প্রশাসন নতুন করে টেন্ডার আহবান করায় মৎস্যজীবিরা বিক্ষোভে ফেটে পড়ে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *