Connect with us

কুড়িগ্রাম

কুড়িগ্রামে হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে রেশম চাষীদের র‌্যালি ও চাষী সমাবেশ অনুষ্ঠিত

Published

on

Kurigram Reshom Rally photo 05.06.16শাহ্ আলম, কুড়িগ্রাম: কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছিনাই আদর্শ রেশম পল্লীর হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে রেশম র‌্যালী ও চাষী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের উদ্যোগে ছিনাই ইউনিয়নের রেশম পল্লী এলাকায় রোববার দিনব্যাপী র‌্যালী, চাষী সমাবেশ ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বেশম স¤প্রসারণ বিভাগের উপ-পরিচালক মোঃ সাজাদুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক আকতার হোসেন আজদ, বাংলাদেশ বেশম উন্নয়ন বোর্ড রাজশাহীর প্রকল্প পরিচালক মোঃ সেরাজুল ইসলাম, বাংলাদেশ বেশম উন্নয়ন বোর্ডের সি বি এ সভাপতি মোঃ আবু সেলিম, ছিনাই ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান মোঃ নূরুজ্জামান হক বুলু প্রমূখ।
বক্তারা বলেন, এই ছিনাই ইউনিয়নের অধিকাংশ মানুষ এক সময় রেশম চাষ করে জীবিকা নির্বাহ করত। অথচ সেই ঐতিহ্য এখন হারাতে বসেছে। এ ঐতিহ্য ফিরিয়ে আনতেই বেশম উন্নয়ন বোর্ড সব ধরনের সহায়তা দিতে এগিয়ে এসেছে। বক্তারা আশা প্রকাশ করেন আগামী দু’বছরের মধ্যেই কুড়িগ্রামের ছিনাই আদর্শ রেশম পল্লীর হারানো ঐতিহ্য ফিরিয়ে আসবে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *