Connect with us

কুড়িগ্রাম

কুড়িগ্রাম ফুলবাড়ীতে গমের বম্পার ফলনের সম্ভাবনা

Published

on

Fulbari Photo= 03ফুলবাড়ী(কুড়িগ্রাম)প্রতিনিধি: আবহাওয়া অনুকুল থাকায় এ বছর কুড়িগ্রামের ফুলবাড়ীতে গমের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। বিভিন জাতের উচ্চ ফলনশীল গম যেমন বারী-২৫,২৬ শতাব্দী, সৌরভ ও প্রদীপ নামের গম চাষ করা হয়েছে। ১০৫-১২০ দিনের মধ্যে এ ফসল ঘরের তোলার সুযোগ থাকায় ফুলবাড়ীর কৃষক গণ গম আবাদে আগ্রহী হয়ে উঠেছে। যেখানে প্রতি মন বোরোর উৎপাদন ব্যায় বর্তমানে প্রায় ৬৫০টাকা সেখানে গমের মন প্রতি উৎপাদন ব্যায় প্রায় ৫০০টাকা। অথচ বোরো ধানের দাম প্রতি মন ৬০০-৬৫০টাকা। গমের দাম প্রতি মন ৮০০টাকা। পাশা পাশি বোরোর চেয়ে গম প্রাকৃতিক দুযোর্গ সহ কীট পতঙ্গের আক্রমন অতিরিক্ত প্রতিরোধ ক্ষম। বোরোর আবাদে লোকসানের ঝুকি রয়েছে যা গমের আবাদে নেই। ভাল মুনাফার আশার ফুলবাড়ীর কৃষক গণ ক্রমে গম আবাদে আগ্রহী হয়ে উঠছে। এ মৌসুমে শেষ প্রর্যন্ত আবহাওয়া অনুকুল থাকলে একর প্রতি ৩৫-৪০ মন গম ঘরে তুললতে পারবেন বলে কৃষকরা আশা বাদ ব্যাক্ত করেছেন।
এব্যাপারে ফুলবাড়ী উপজেলার কৃষি অফিসার মোঃ মাহেদুর রশিদ বলেন, ফুলবাড়ীতে এবার প্রায় ৫০০ হেক্টর জমিতে গম চাষ করা হয়েছে। বিপনণ সুভিধা, কৃষ উপকরণের সহজ লভ্যতা ও ফড়িয়াদের দৈরাত্ব কম হলে দিনে দিনে কৃষরা গম চাষের প্রতি আগ্রহী হয়ে উঠবে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *