Connect with us

আন্তর্জাতিক

‘ক্যামেরুনে গণহত্যা চালিয়েছে বোকো হারাম; নিহত শতাধিক’

Published

on

article-doc-b6ev-6W79DerUX-HSK1-763_634x473আন্তর্জাতিক ডেস্ক:

উত্তর ক্যামেরুনের ফোটোকোল টাউনে হামলা চালিয়ে বোকো হারাম জঙ্গিরা শতাধিক মানুষকে হত্যা করেছে। শহরের একটি মসজিদে ও ঘরে ঘরে ঢুকে এসব লোককে জঙ্গিরা হত্যা করেছে বলে বুধবার জানিয়েছেন টাউনটির এক জননেতা। মঙ্গলবার চাদের সেনাবাহিনীর হামলায় জঙ্গিগোষ্ঠীটির দুই শতাধিক সদস্য নিহত হওয়ার পর এ হত্যাযজ্ঞের শিকার হল ফোটোকোল। টেলিফোনে জননেতা আবাৎচৌ আবাৎচা বলেছেন, “বুধবার ভোরে গাম্বারু হয়ে ফোটোকোলে প্রবেশ করে বোকো হারাম জঙ্গিরা। তারা মসজিদে ও বাড়িগুলোতে প্রবেশ করে শতাধিক মানুষকে হত্যা করে। তারা বাড়িঘর পুড়িয়ে দিয়েছে।” হামলা চলাকালে তার এক ছেলেকে গুলি করে করে হত্যা করেছে জঙ্গিরা, জানিয়েছেন তিনি। ক্যামেরুনের ল’ওয়েল দ্যো সাহেল সংবাদপত্র জানিয়েছে, নিহতদের অনেকরই গলা কাটা ছিল। ক্যামেরুনের তথ্যমন্ত্রী ইসা চিরোমা এ হত্যাযজ্ঞ নিয়ে কোনো কথা বলতে রাজি হননি। তবে তিনি বলেছেন, ক্যামেরুন সেনাবাহিনী ব্যাপক লড়াইয়ের পর ওই সীমান্ত শহরটি থেকে বোকো হারাম জঙ্গিদের হটিয়ে দিয়েছে। এ লড়াইয়ে ৫০ জঙ্গি ও ছয় সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছেন তিনি। বোকো হারাম ক্যামেরুনের প্রতিবেশী নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলে একটি ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য বিদ্রোহী লড়াই চালাচ্ছে। গোষ্ঠীটি নাইজেরিয়ার ওই এলাকার কয়েক হাজার মানুষকে হত্যা করেছে ও শত শত মানুষকে অপহরণ করেছে। সুন্নি মুসলিমদের এই জিহাদি গোষ্ঠীটিকে আফ্রিকার সর্ববৃহৎ অর্থনীতি নাইজেরিয়ার প্রধান নিরাপত্তা হুমকি হিসেবে বিবেচনা করা হয়। ১৪ ফেব্র“য়ারি আফ্রিকার শীর্ষ তেল উত্তোলনকারী এই দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন। গেল সপ্তায় বোকো হারাম জঙ্গিদের মোকাবেলায় ৭,৫০০ সেনার একটি আঞ্চলিক জোট বাহিনীর অনুমোদন দিয়েছে আফ্রিকান ইউনিয়ন। সম্প্রতি সীমান্ত অতিক্রম করে ক্যামেরুন ও অপর প্রতিবেশী চাদে হামলার সংখ্যা বাড়িয়েছে গোষ্ঠীটি। মঙ্গলবার চাদের সেনাবাহিনী ও রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, উত্তর নাইজেরিয়ার গাম্বারু ও নগালা থেকে বোকো হারাম জঙ্গিদের “পুরোপুরি নিশ্চিহ্ন” করে দিয়েছে চাদের সেনাবাহিনী। এ সময় দুই শতাধিক জঙ্গি ও চাদ সেনাবাহিনীর নয় সদস্য নিহত হন বলে জানানো হয়েছে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *