Connect with us

আন্তর্জাতিক

নিউইয়র্কে গৃহহীন ৬০ হাজার

Published

on

image_116455_0আন্তর্জাতিক ডেস্ক:

নিউইয়র্ক চাকচিক্য, গ্লামার ও পার্ক অ্যাভিন্যু ধনকুবেরদের জন্য বিদেশিদের কাছে স্বপ্নপুরী হতে পারে, তবে আমেরিকার বৃহত্তম এই নগরীতে গৃহহীন মানুষের সংখ্যা বেড়ে ৬০ হাজারে দাঁড়িয়েছে। দাতব্য সংস্থা কোয়ালিশন ফর দ্য হোমলেস জানায়, নভেম্বর মাসে নিউইয়র্কে ২৫ হাজার শিশুসহ ৬০ হাজার ৩৫২ জন গৃহহীন ছিল। এটা ২০১৪ সালের জানুয়ারি মাসের চেয়ে ১০ শতাংশেরও বেশি। ওই মাসে এই নগরীতে গৃহহীন মানুষের সংখ্যা ছিল ৫৩ হাজার ৬১৫ জন। কোয়ালিশন ফর দ্য হোমলেস-এর উপ-নির্বাহী পরিচালক প্যাট্রিক মার্কি বলেন, ‘মেয়র বিল ডি ব্লাসিও ২০১৪ সালে দায়িত্ব গ্রহণের পর থেকে নিউইয়র্কে গৃহহীন সংকট আরো প্রকট আকার ধারণ করেছে।’

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *