Connect with us

গাইবান্ধা

গাইবান্ধায় প্রাথমিক বিদ্যালয়ে ৯১৪ জন শিক্ষকের পদ শূন্য

Published

on

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা জেলায় বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৯১৪ জন শিক্ষকের পদ শূন্য রয়েছে। শূন্যপদগুলোর মধ্যে ৩৬৮টিতে প্রধান শিক্ষক ও ৫৪৬টিতে সহকারি শিক্ষক নেই। এরফলে এসব শিক্ষা প্রতিষ্ঠানে ২ থেকে ৩ জন শিক্ষক দিয়ে পাঠদান চলছে। এতে ছাত্রছাত্রীদের লেখাপড়া ব্যাহত হচ্ছে।
জেলা প্রাথমিক শিক্ষা অফিস সুত্রে জানা গেছে, গাইবান্ধায় বর্তমানে ১ হাজার ৪২৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এরমধ্যে ৭৩৭টি আগে থেকেই সরকারি প্রাথমিক বিদ্যালয় হিসেবে পরিচালিত হয়ে আসছিল। পরবর্তীতে বেসরকারি রেজিষ্ট্রার্ড ও কমিউনিটি বিদ্যালয়গুলো সরকারিকরণ করা হলে পূর্বেরগুলোর সাথে সরকারি প্রাথমিক বিদ্যালয় হিসেবে আরও যুক্ত হয় ৬৯১টি।
নবসৃষ্টসহ সবগুলো প্রাথমিক বিদ্যালয়ে সহকারি শিক্ষকের পদ রয়েছে ৬ হাজার ৫৩১টি। এরমধ্যে বর্তমানে শূন্য রয়েছে ৫৪৬টি পদ। অপরদিকে প্রধান শিক্ষকের ১ হাজার ৩২৮টি পদের মধ্যে শূন্য রয়েছে ৩৬৮টি পদ। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার একেএম আমিরুল ইসলাম জানান, মামলা জনিত কারণে সহকারি প্রাথমিক শিক্ষক এবং বিসিএস ক্যাডার থেকে ও সহকারি শিক্ষকের পদোন্নতি সংক্রান্ত প্রক্রিয়াটি সম্পন্ন না হওয়ায় শিক্ষক নিয়োগের বিষয়টি বিলম্বিত হয়েছে। শীঘ্রই এ সমস্যা কেটে যাবে বলে মন্তব্য করেন।
৩ জন শিক্ষক পরিচালিত একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক এক সহকারি শিক্ষক জানান, শিক্ষক সংকটের কারণে একজন শিক্ষককে বিরতিহীনভাবে দায়িত্ব পালন করতে হচ্ছে। ফলে লেখাপড়া ভালভাবে করানো সম্ভব হচ্ছে না।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *