Connect with us

জাতীয়

গুলশানে হামলা, কোন দেশের কতজন নিহত

Published

on

Terrorist attacks in Gulshan 1গুলশানে সন্ত্রাসী হামলায় নিহতদের মধ্যে ২০ জনের লাশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে আইএসপিআর। এর মধ্যে ৯ জন ইতালিয়, ৭ জন জাপানি, ৩ জন বাংলাদেশি ও ১জন ভারতীয়। নিহতদের মধ্যে ১১ জন পুরুষ ও ৯ জন নারী রয়েছেন।
শনিবার দুপুরে সংবাদ সম্মেলনে মিলিটারি অপারেশনন্সের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাঈম আশফাক চৌধুরী বলেন, অভিযান শেষে ওই ক্যাফের ভেতরে ২০টি মৃতদেহ পাওয়া গেছে। এই ২০ জনের পরিচয়ে নিশ্চিত করা হয়নি।
তিনি বলেন, সকাল পৌনে ৮টার পরে আভিযানের প্রস্তুতি নেওয়া হয়। এর প্রায় ১২ থেকে ১৫ মিনিটের সফল অভিযানে পুর এলাকা নিয়ন্ত্রণে আনা হয়। এসময় ১ জাপানি নাগরিক ও ২ শ্রিংলঙ্কান নাগরিকসহ ১৩ জনকে জীবিত উদ্ধার করা হয়।
এঘটনায় আহতদের রাজধনীর সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) চিকিৎসা দেওয়া হচ্ছে। আর মরদেহ গুলোও সিএমএইচে রাখা হয়েছে। যাদের স্বজনদের এ ঘটনায় খুঁজে পাওয়া যাচ্ছে না তাদের আইএসপিআর এর সাথে যোগাযোগ করতে বলা হয়েছে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *