Connect with us

জাতীয়

গুলশান রেস্টুরেন্টে জিম্মিদশা থেকে এক যুবকের ফেসবুক স্ট্যাটাস

Published

on

rakib gulshan resturant fb status‘সবাই আমার জন্য দোয়া করেন, জানি না বাঁচমু না মইরা যামু।’ গুলশানের হলি আর্টিজেন রেস্টুরেন্টের কুক দীন ইসলাম রাকিব শুক্রবার দিবারাত ১০টা ৫৫ মিনিটে জিম্মিদশা থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমন এক স্ট্যাটাস দিয়ে ফেসবুক বন্ধু ও স্বজনদের কাছে দোয়া চান।
স্ট্যাটাসের সঙ্গে তিনি একটি ছবিও পোস্ট দেন। ছবিতে রাকিবসহ মোট পাঁচ যুবককে খালি গায়ে (সম্ভবত রেস্টুরেন্টের ভেতর) দাঁড়িয়ে ও বসে থাকতে দেখা যায়। বসে থাকা এক যুবককে ভীষণ ক্লান্ত ও বিষন্ন দেখা যাচ্ছিল। রাকিবসহ ২০ থেকে ২৫ জন দেশি-বিদেশি গ্রাহক, কিচেন ও হলি আর্টিসান বেকারিতে সন্ত্রাসীদের হাতে।
রাত সাড়ে ৮টা থেকে জিম্মি হয়ে আছেন। পাঁচ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত তাদের ভাগ্যে কি ঘটেছে তা জানা যায়নি।
ইতিমধ্যেই অস্ত্রধারীদের হামলায় ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সহকারী কমিশনার রবিউল ইসলাম ও বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাউদ্দিন নিহত হয়েছেন।
এই হামলার দায় স্বীকার করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। শুক্রবার বাংলাদেশ সময় দিবাগত রাত ১.৩০ মিনিটের দিকে আইএসের কথিত সংবাদ সংস্থা আমাক নিউজের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক সাইট ইন্টেলিজেন্স গ্রুপ এ খবর দিয়েছে।
এদিকে, জিম্মিকারীদের সঙ্গে আলোচনা করে শান্তিপূর্ণভাবে সমস্যার সমাধান করতে চাইছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব) মহাপরিচালক বেনজির আহমেদ।
উল্লেখ্য, রাজধানীর গুলশানের হলি আর্টিজেন রেস্টুরেন্টেতে সন্ত্রাসীরা বিদেশিসহ কমপক্ষে ২০জন নাগরিককে জিম্মি করে রেখেছে। রেস্টুরেন্টের ভেতর থেকেই ৮-৯ জন সশস্ত্র সন্ত্রাসীরা প্রথমে পুলিশের ওপর গুলি ও বোমা নিক্ষেপ করে। হোটেলের আশপাশ এলাকা পুলিশ ঘিরে রেখেছে।
পুলিশ জানিয়েছে, সন্ত্রাসীদের কাছে অত্যাধুনিক অস্ত্র রয়েছে। পুলিশ ও র‌্যাবের বিশেষ ইউনিট হোটেল থেকে জিম্মিদের উদ্ধারের পরিকল্পনা করছে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *