Connect with us

জাতীয়

গুলশান হামলাকারীদের ডিএনএ এফবিআই-এর হাতে

Published

on

gulshan_terrorist_collageডেস্ক রিপোর্ট:
গুলশানে হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার ঘটনায় নিহত পাঁচ জঙ্গি ও এক সন্দেহভাজন জঙ্গির ডিএনএ নমুনা মার্কিং তদন্ত সংস্থা এফবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়েছে। শুক্রবার সকালে ডিএমপির ‘কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল সাইবার ক্রাইম ইউনিটে’র কর্মকর্তারা এফবিআইয়ের একজন লিগ্যাল প্রতিনিধির কাছে এই নমুনা হস্তান্তরকরেন।
ডিএমপির মিডিয়া শাখার উপ কমিশনার মাসুদুর রহমান জানান, হামলার ঘটনায় নিহত পাঁচ জঙ্গি ও এক সন্দেহভাজনের ডিএনএ নমুনা হিসেবে রক্ত ও চুল সংগ্রহ করা হয়। এসব আলামত সকালে ওই প্রতিনিধির কাছে হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, ১ জুলাই হলি আর্টিজানে হামলার ঘটনায় ওই পাঁচ জঙ্গি নিহত হন। এরা হলেন, রোহান ইমতিয়াজ, নিবরাজ ইসলাম, মীর সামিহ মোবাশ্বের, শফিকুল ইসলাম ওরফে উজ্জ্বল ও খায়রুল। এ ঘটনায় হলি আর্টিজানের বাবুর্চি সাইফুল ইসলামও নিহত হন। পুলিশ তাকেও জঙ্গি হিসেবে সন্দেহ করছে। নিহত ওই ছয়জনের লাশ সিএমএইচ এর মরচুয়ারিতে রাখা হয়েছে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *