Connect with us

দেশজুড়ে

‘গুলির মুখ থাইকা মাল আনি, আপনার কি দয়া মায়া নাই”

Published

on

news-pচুনারুঘাট (হবিগঞ্জ)প্রতিনিধি: গুলির মুখ থাইকা মাল আনি। প্রতি বস্তায় পাই মাত্র ২০টাকা। এরপরও আপনি আমাদের পেঠে লাথি দিবেন? আপনার কি দয়া মায়া নাই .. এক নি:শ্বাসে কথা গুলো বললো এক চোরাকারবারী। সে বললো, আমরা গরীব মানুষ। মালামাল আনা নেওয়া করেই চলে আমাদের ঘর-সংসার। যারা ওই মাল টাকা দিয়া কিনে আনে তাদের তো কিছু’ই হয়না। পত্র-পত্রিকায় লেখা লেখি হলে’ই পুলিশ-বিজিবি আমাদেরকে দৌড়ানি দেয়, মামলা দেয়। ঈদকে সামনে রেখে ব্যাপক হারে প্রতিযোগীতার লড়াইয়ে চোরাচালানী হচ্ছে চুনারুঘাটের বিভিন্ন সীমান্তে। চোরাচালানী পন্যের মাঝে মাদকদ্রব্য’ই বেশী। হাত বাড়ালেই পাওয়া যায় নানান জাতের মাদক। ভটকা, অফিসার চয়েজ, বরু, বিয়ার, হুইস্কি আর গাঁজাতে সয়লাব সারা চুনারুঘাট। এসব ব্যবসায় জড়িয়ে পড়েছে প্রভাবশালী গোষ্টীর নারী-শিশু। সীমান্তের চুঙ্গারপুল, লালছড়াপুল দিয়ে প্রতিনিয়ত আসছে মাদক। আইন শৃংখলা বাহিনী এদের আটকাতে পারছেনা। মাদক ব্যবসায় যারা যারা টাকা লগ্নী করছে তারা খুবই প্রভাবশালী। এদের সখ্যতা রয়েছে রাজনৈতিক নেতা-কর্মীর সাথে। এ সমাজে এরা বুক ফুলিয়ে চলা ফেরা করে। রাজনৈতিক সভা-মিটিং এ অংশ নেয়, নির্বাচনেও প্রতিদ্বন্ধিতা করে। এ কারনে পুলিশ এদের ধার-কাছে ঘেঁষতে পারে না। বাল্লা সীমান্তের শহীদ, সাদ্দাম বাজারের দুলু ও চিমটিবিলখাসের ফারুক মুলত এরাই নিয়ন্ত্রন করে পুরো মাদক রাজ্য। পুলিশের খাতায় এদের নাম আছে কিন্তু এদের টিকিটিও নাড়াতে পারে না আইন শৃংখলা বাহিনী। ভালো মানুষের লেবাসে ওরা চলা ফেরা করে। এদের নিয়ন্ত্রনে রয়েছে ২ শতাধিক পাচারকারী। সিএনজি, মোটরসাইকেলে করে মাদক পাচার হচ্ছে। মহিলারা বোরকার আড়ালে চালাচ্ছে ইয়াবা ব্যবসা। স্বামী পরিত্যাক্তা সুন্দরী মহিলারা ইয়াবা ব্যবসায় জরিত। ওই নারীদের সাথে সখ্যতা রয়েছে কতিপয় আইন শৃংখলা বাহিনীসহ টাউট-বাটপারদের। এ কারনে ওরা ধরাও পড়ছে না। আমুরোড বাজার, চিমটিবিলখাস, আমু-নালুয়া চা বাগান, বাল্লা, টেকেরঘাট, গোবরখলা, ফাটাবিল এলাকার বেশ কয়েকজন নারী এ ব্যবসায় জরিত। কিশোর শিশুদেরকে মাদক পাচারে ব্যবহার করছে মাদক ব্যবসায়ীরা। দিন-দিন বেড়ে চলছে মাদক ব্যবসা। তবে আইন শৃংখলা বাহিনী বলছে, মাদক পাচার রোধে তারা খুবই সজাক। মাদক পাচার যাতে না হয় সে ব্যাপারে তারা নিয়মিত টহল পরিচালনা করছেন, মাদকের চালানও আটকাচ্ছেন।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *