Connect with us

আন্তর্জাতিক

গ্রিসের গণভোটে ‘না’-এর জয়

Published

on

আন্তর্জাতিক ডেস্ক : গ্রিসের অর্থনৈতিক দুরবস্থা কাটিয়ে উঠতে কঠিন শর্তে ঋণদাতাদের সাহায্য নেওয়া হবে কি হবে না- প্রশ্নের উত্তর খুঁজতে রোববার গণভোট অনুষ্ঠিত হয়েছে। এতে ‘না’ ভোট জয়ী হয়েছে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া তথ্যে দেখা গেছে, গণনা শেষে প্রাপ্ত ভোটের ৬১ দশমিক ৩ শতাংশ ‘না’-এর পক্ষে রায় পড়েছে। আর ‘হ্যাঁ’-এর পক্ষে ভোট পড়েছে মাত্র ৩৮ দশমিক ৭ শতাংশ।

নিজেদের জয় উদযাপনে পার্লামেন্ট ভবনের সামনে সিনদাগমা স্কয়ারে জড়ো হয়ে উল্লাস শুরু করেছেন হাজারো মানুষ, যাদের পক্ষগত অবস্থান দাতাদের শর্ত মেনে ব্যয় সংকোচনের বিপক্ষে।

জনগণকে ‘না’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছিল দেশটির সরকার।

ঋণদাতাদের দেওয়া কঠোর কৃচ্ছ্রসাধনের শর্তসংবলিত অর্থনীতি পুনরুদ্ধারের প্রস্তাব গ্রহণ করা হবে কি না- গণভোটে সেটিই বিবেচ্য ছিল। ‘না’-এর উত্তর সেই প্রস্তাব প্রত্যাখ্যান। সেই প্রত্যাখ্যানের ফল হয়তো ইউরোজোন (যেসব দেশে ইউরো মুদ্রা প্রচলিত) থেকেই গ্রিসের বিদায়।

২০১০ সাল থেকে ইউরোপীয় ইউনিয়ন ও আইএমএফ থেকে প্রায় ২৪০ বিলিয়ন ইউরো ঋণ নেয় গ্রিস। নতুন করে ঋণের জন্য গ্রিসকে কর বাড়ানোর পাশাপাশি জনকল্যাণমূলক ব্যয় কমানোসহ কঠিন আর্থিক পুনর্গঠনের শর্ত দেয় ইউরোজোন।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *