Connect with us

দিনাজপুর

ঘোড়াঘাটে অগ্নিকান্ডে গৃহবধুর মৃত্যু

Published

on

Agun2_8রুহুল আমিন, দিনাজপুর: দিনাজপুরের ঘোড়াঘাটে অগ্নিকান্ডের ঘটনায় রুপিয়া (৩৬) নামক এক মহিলা ও চার ছাগলের মৃত্যু হয়েছে। নিহত রুপিয়া উপজেলার চৌরিগাছা গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী। জানা গেছে, উপজেলার চৌরিগাছা গ্রামে সিরাজুল ইসলাম (৪০) ঢাকায় দরজি’র কাজ করেন। বাড়িতে তার দুই ছেলে সাব্বির হোসেন (১০) ও রিয়াজুল ইসলাম (৮) কে নিয়ে তার স্ত্রী রুপিয়া বেগম (৩২) বসবাস করেন। বৃহস্পতিবার রাতে হঠাৎ দো-চালা টিনের গোয়াল ঘরে আগুন লাগে। আগুন গোয়াল ঘর থেকে ছড়িয়ে গোয়াল ঘর সংলগ্ন বসতঘরে লাগলে রুপিয়া টের পায় এবং শিশু পুত্র সাব্বির কে নিয়ে ঘরের বাইরে আসে। এরপর রুপিয়া গোয়াল ঘরে প্রবেশ করে দুটি গরু বের করে নিয়ে আসেন। এসময় রুপিয়া তার বড় ছেলে সাব্বিরকে গোয়াল ঘর থেকে ছাগল গুলোকে বের করে আনার তথা বললেন। কিন্তু সাব্বির আগুনের ভয়ে গোয়াল ঘরে প্রবেশ না করায় রুপিয়া বেগম নিজেই গোয়াল ঘরে প্রবেশ করে ছাগলগুলি ছাড়াতে গেলে সাথে সাথে উপর থেকে দাউ দাউ করে জলন্ত টিনের চাল তার উপর পরে যায়। এরপর সে আর বের হতে না পারায় সেখানেই তার ছাগলসহ পুড়ে যায়। গ্রামবাসী আগুনের লেলিহান দেখে ছুটা-ছুটি করে এসে বসতঘরটির আগুন নেভাতে সক্ষম হলেও ততক্ষনে ছাগুলগুলি ও রুপিয়া আগুনে পুড়ে কোকড়া হয়ে যায়। আগুন লাগার কারন সম্পর্কে শিশু সাব্বিরের সাথে কথা হলে সে কিছু জানাতে পারেনি। তবে মশার কয়েল থেকে এ অগ্নিকান্ডের সূত্রাপাত ঘটতে পরে বলে প্রতিবেশরা জানান।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *