Connect with us

শিক্ষাঙ্গন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তির যোগ্যতা শিথিল: ৭ সেপ্টেম্বর থেকে আবেদন শুরু হবে

Published

on

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়চট্টগ্রাম : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তির যোগ্যতা শিথিল করাসহ ২০১৫-১৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) কোর্সের ভর্তির আবেদন আগামি ৭ সেপ্টেম্বর শুরু হবে।  রোববার বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে। ভর্তিচ্ছুক শিক্ষার্থীরা টেলিটক অপারেটর মোবাইলের মাধ্যমে অাগামি ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ভর্তি পরীক্ষার আবেদন করার সুযোগ পাবেন বলে জানা গেছে।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সদস্য সচিব ও ডেপুটি রেজিস্ট্রার এস এম আকবর হোসাইন বলেছেন, আগামি ৭ সেপ্টেম্বর থেকে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) কোর্সের শিক্ষার্থীরা ভর্তির আবেদন করতে পারবে। ভর্তি পরীক্ষার ফি গত বছরের মতো ৪৭৫ টাকা বলবৎ থাকবে। এইচ.এস.সি ফলাফল বিপর্যয়ের কারণে গত বছর ভর্তির যে যোগ্যতা ছিল তা শিথিল করে সব ইউনিটের দশমিক ২৫ পয়েন্ট কমানো হয়েছে এবং কিছু বিভাগে আসন সংখ্যা এবং প্রতিবন্ধী কোটা বৃদ্ধি করা হয়েছে বলে জানান তিনি। ।

বিশ্ববিদ্যালয়ের সূত্রে জানা গেছে, চবিতে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ অনার্স (সম্মান) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১ থেকে ৯ নভেম্বর পর্যন্ত। প্রথম বর্ষ অনার্স (সম্মান) ২০১৫-১৬ শিক্ষাবর্ষে নতুন দুটি বিভাগে শিক্ষার্থী ভর্তি করা হবে। কলা অনুষদের অধিনে সঙ্গীত বিভাগ ও শিক্ষা অনুষদের (নতুন অনুষদ) অধিনে ফিজিক্যাল এডুকেশন এন্ড স্পোর্টস সাইন্সেস বিভাগ। সঙ্গীত বিভাগে ২০ ও ফিজিক্যাল এডুকেশন এন্ড স্পোর্টস সাইন্সেস বিভাগে ৩০ জন শিক্ষার্থী ভর্তি করানো হবে। বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটি জানায়, সঙ্গীত ও ফিজিক্যাল এডুকেশন এন্ড স্পোর্টস সাইন্সেস বিভাগ চালু হওয়ায় শিল্পী ও খেলোয়াড় কোটা বাতিল করা হয়েছে। তবে বিকেএসপি কোটা রাখা হয়েছে। চারুকলা, নাট্যকলা, সঙ্গীত এবং ফিজিক্যাল এডুকেশন এন্ড স্পোর্টস সাইন্সেস এই চারটি বিভাগে এমসিকিউ পরীক্ষায় উর্ত্তীন হওয়ার পরে পুনরায় লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় অংশ নিতে হবে।

টেলিটক মোবাইল অপারেটরের মাধ্যমে আবেদন করতে হবে। ভর্তি পরীক্ষা সর্ম্পকিত সকল তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে (www.cu.ac.bd) পাওয়া যাবে। বাংলাদেশের যে কোন শিক্ষা বোর্ডের অধীনে ২০১১ থেকে ২০১৩ সালের মধ্যে মাধ্যমিক বা সমমান পরীক্ষা এবং ২০১৪ ও ২০১৫ সালে উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন শুধুমাত্র তারাই আবেদন করতে পারবে বলে জানা গেছে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *