Connect with us

ঢাকা

জাবি’র মিতা রানীকে ধর্ষনের প্রতিবাদে মানববন্ধন

Published

on

mitha raneখাইরুল সিকদার
জাহাঙ্গীরনগর বিশ্যবিদ্যালয়ের প্রীতিলতা হলের ক্যান্ঠিন কর্মচারী মিতা রানীকে বাসা থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষন, মুক্তিপণ দাবির প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীসহ অমবাগান এলাকার সর্বসাধারন জাবি’র প্রান্তিক গেইটে বুধবার সকাল ১০ ঘটিকায় মানবন্ধন করে।
জানা যায়, গত ২৭-০৩-২০১৬ইং তারিখে ভোড় ৪টায় আশুলিয়ার পাথালিয়া ইউনিয়রে আমবাগান এলাকা থেকে, ১৭ বছরের মিতা রানীকে তার বান্ধবীর বাসা থেকে এলাকার মেম্বার লেহাজ উদ্দিনের ছেলে সুজন ও তার দলবল কর্তৃক জোরপূর্বক তুলে নেয় ও বিশহাজার টাকা মুক্তিপন দাবি করে। পরে আশুলিয়া থানা থেকে অভিযান পরিচালনা করে মেয়েটিকে উদ্ধার করা হয়। ওই ঘটনায় অশুলিয়া থানায় একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে ২০০৬ এর ৭/৮/৩০ (২৮-০৩-২০১৬ইং তারিখে মামলা নং-৩৬) দায়ের করা হয়। মানববন্ধনে প্রশাসনের বিরূদ্ধে অভিযোগ করে বক্তারা বলেন, ওই ঘটনার মুল হোতা সুজন প্রভাবশালি বি.এন.পি সমর্থিত ওয়ার্ড মেম্বর লেহাজ উদ্দীনের ছেলে হওয়ায় আসামিকে আইনের অওতায় আনতে প্রশাসন গরিমশি করছে এবং এই অপরাধের প্রধান ও মূল ব্যাক্তি হওয়া সত্ত্বেও তাকে বাঁচাতে উদ্দেশ্যপ্রনোদিত ভাবে মামলায় তিন নাম্বর আসামি করা হয়েছে। এসময় মানববন্ধনে ন্যয় বিচার ও এসকল জঘন্য অপরাধিদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানানো হয়।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *