Connect with us

আন্তর্জাতিক

জার্মানিতে মসজিদ এবং মুসলিমদের ওপর হামলার পরিকল্পনা ফাঁস

Published

on

0আন্তর্জাতিক ডেস্কঃ

দেশব্যাপী অভিযান পরিচালনা করে মুসলিম বিরোধী ষড়যন্ত্রের দায়ে এক নারীসহ চারজনকে আটক করেছে জার্মান কর্তৃপক্ষ।

জার্মান ফেডারেল প্রসিকিউটরের কার্যালয় থেকে সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতির বরাত দিয়ে বৃহস্পতিবার (০৭ মে) এ খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

সেক্সনিসহ চারটি প্রদেশে প্রায় আড়াইশ’ তদন্তকারী অভিযানে অংশ নেয় বলে ওই বিবৃতিতে জানানো হয়। অভিযানের সময় বেশ কিছু বিস্ফোরক দ্রব্যও উদ্ধার করা হয় বলে জানা গেছে।

বিবৃতিতে জানানো হয়, আটক চার ব্যক্তি মসজিদ, বাসা-বাড়িসহ বিভিন্ন স্থাপনা ও জার্মানিতে মুসলিম কমিউনিটি নেতাদের ওপর হামলার পরিকল্পনা করছিল।

আটকরা হলেন, আন্দ্রেয়াস এইচ (৫৬), মার্কুস ডব্লিউ (৩৯), ডেনেসি ভেনেসা জি (২২) ও ওলফা ও (৪৭)।

তাদের বিরুদ্ধে অভিযোগে বলা হয়, আটকরা ‘ওল্ডস্কুল সোসাইটি (ওএসএস)’ নামে একটি সংগঠন গড়ে তুলেছে। এই সংগঠনের উদ্দেশ্য জার্মানিতে অবস্থানরত ক্ষুদ্র জনগোষ্ঠীর ওপর হামলা পরিচালনা করা।

এরই অংশ হিসেবে তারা মুসলিম কমিউনিটির ওপর হামলার পরিকল্পনা করছিল।

আটকদের বিরুদ্ধে সন্ত্রাস সৃষ্টি ও বিস্ফোরক বহনের অভিযোগ আনা হয়েছে বলে জানা গেছে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *