Connect with us

ঝিনাইদহ

ঝিনাইদহের সরকারী প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ইনরোলমেন্ট এ্যান্ড ক্যাম্পেইন

Published

on

 

Jhenidah pic 27-02-16(1-1)নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের নগরবাথান সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শনিবার সকালে স্কুল ইনরোলমেন্ট এ্যান্ড ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। শিশুদের স্কুলে দিন,উন্নয়নে অংশ নিন এই শ্লোগানকে সামনে রেখে বিদ্যালয় প্রাঙ্গন থেকে র্যালী বের হয়ে নগর বাথান বাজারের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষীন শেষে বিদ্যালয় প্রাঙ্গনে আলোচনা অনুষ্ঠিত হয়। মানুষের জন্য ফাউন্ডেশন এর আর্থিক সহযোগিতায় এইড ফাউন্ডেশন বাস্তবায়িত সুবিধা বঞ্চিত ও প্রান্তিক মানুষের অধিকার অর্জন (ড্রিম) প্রকল্প আয়োজিত সভায় ম্যানেজিং কমিটির সদস্য রমজান সর্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে আলোচনা রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানাজ আক্তার পারভীন। সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন ড্রিম প্রকল্প’র এরিয়া ম্যানেজার নাসির উদ্দীন বিশ্বাস। সভায় ইউনিয়ন ফেডারেশনের সহ-সভাপতি ওমর আলী, ,শিক্ষক তাহেরা নাজনীন মালা,তহিরন নেছা তারু,শওকত আশরাফ,শামসুন নাহার জেবা,শাহনাজ শারমিন সিক্তা, রুহুল আমিন,ড্রিম প্রকল্প’র ময়না খাতুন,তৌহিদুর রহমান ডিটো, ম্যানেজিং কমিটির সদস্য ছকিনা বেগম,রাবেয়া খাতুন,এনামূল হক, শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। একই কর্মসূচী ফেব্রুয়ারী আট তারিখে লেবুতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে,আঠারো তারিখে শিশুনিকেতন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে, চব্বিশ তারিখে গান্না সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। স্ব-স্ব প্রতিষ্ঠানের স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মহোদয়গণ উক্ত কর্মসূচীতে সভাপতিত্ব করেন।সার্বিক ভাবে সহযোগিতা করেন ড্রিম প্রকল্পের ময়না খাতুন।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *