Connect with us

ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৯

Published

on

আব্দুল আওয়াল, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও সদর উপজেলার দেবীপুর কালেশ্বরগাঁও এলাকায় জমি নিয়ে বিরোধের সংঘর্ষে মিন্টু (২৬) নিহত হয়েছেন। এ সময় চার নারীসহ আরও ৯ জন আহত হয়েছেন। শুক্রবার সদর উপজেলার দেবীপুর কালেশ্বরগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মিন্টু একই উপজেলায় উত্তর বঠিনা এলাকার সমির উদ্দিনের ছেলে। মুহাইমিনুল হক (৩৭), খদেজ খাতুন (৫০), লিয়াকত আলী (৬৫), নাইম (২৩), সমির উদ্দিন (৬৫), জাহানারা (৪৫), জিন্নাহ (৩৯), হাসিনা (৪০), আহতরা হলেন নুর ইসলাম (৫৫)। প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা আনুমানিক ২টার দিকে কালেশ্বরগাঁও গ্রামে ৫০ কাঠা জমিতে পাট রোপন করার জন্য চাষ দিচ্ছিলেন মিন্টুসহ তার পরিবারের লোকজন। এ সময় এলাকার পবার উদ্দীন খান হাল চাষে বাধা দেন। এতে উভয়ের মাঝে কথা কাটাকাটি হয় এবং একপর্যায়ে পবার উদ্দীন খানের লোকজন ক্ষিপ্ত হয়ে মিন্টুসহ তার পরিবারের সদস্যদের মারপিট করে এবং দেশী ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। তাৎক্ষণিক স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে মিন্টু মারা যান বলে এসআই খায়রুল জানান। হাসপাতালের চিকিৎসক জাকিয়া আক্তার জুঁই বলেন, মিন্টুর মাথা ও পিঠে ধারাল কিছু দিয়ে আঘাত করা হয়েছে। এতে প্রচুর রক্তক্ষরণ হওয়ার কারণেই তার মৃত্যু হয়। আহত নয়জনের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চি‎হ্ন রয়েছে। তাদের চিকিৎসা দেয়া হচ্ছে। আহত মুহাইমিনুল হক বলেন, কবলা সূত্রে ৫০ কাঠা জমির মালিক আমরা। কিন্তু দীর্ঘ আড়াই বছর ধরে পবার উদ্দীন খান আমাদের এই জমিটি তার দাবি করে প্রায় সময়ই দখল করার চেষ্টা করে। এ বিষয়ে পবার উদ্দীন খানের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। ঠাকুরগাঁও সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান সংঘর্ষে নিহতের কথা নিশ্চিত করে বলেন, পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে যায়। অবশ্যই তদন্ত সাপেক্ষে দোষীদের আইনের আওতায় আনা হবে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *