Connect with us

ঠাকুরগাঁও

ঠাকুরগাঁও রাণীশংকৈলে অগ্নি কান্ডে একটি বাড়ি পুড়ে ছাই লক্ষাধিক টাকার ক্ষতি

Published

on

রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার গোরকই গ্রামে একটি বাড়িতে ১৩ ফেব্রুয়ারী রাতে অগ্নি কান্ডের ঘটনা ঘটে। পর দিন ১৪ ফেব্রুয়ারী মহিলা এমপি সহ উপজেলা প্রশাসন ঘটনা স্থল পরির্দশন করেন।

জানা যায়,  উপজেলার গোরকই এলাকার আঃ সালামের পুত্র মন্টুর বাড়িতে পেট্রোল ঢেলে দূর্বৃত্তরা গভীর রাতে আগুন দেয়। মূহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে ২টি ঘরে রক্ষিত প্রায় ৩৫ হাজার টাকা, ৫টি ছাগল, ২৫টি মুরগি পুড়ে মারা যায়। এতে ১টি অগ্নিদদ্ধ হয়ে আশংকাজনক অবস্থায় আছে। এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়। এ ব্যাপারে মন্টু জানায়, জমি সংক্রান্ত বিরোধে ১৩ ফেব্রুয়ারী ভরনিয়া গ্রামের এনামুল হকের পুত্র জহরুল আমার পরিবারকে নিঃশেষ করার হুমকি দেয়, সে রাতেই অগ্নিকান্ডের ঘটনাটি তিনিই করতে পারে মর্মে ধারনা করা হচ্ছে। ৩০১ সংরক্ষিত আসনের জাতীয় সংসদ সদস্য সেলিনা জাহান লিটা, উপজেলা নির্বাহি কর্মকর্তা আশরাফুল ইসলাম, থানা অফিসার ইনর্চাজ সুকুমার মোহন্ত, তদন্ত ওসি আব্দুর রহমান সরকার, ইউপি চেয়ারম্যান এনামুল হক ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তার আশ্বাস দেন। দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেন এমপি সেলিনা জাহান লিটা। থানা অফিসার ইনচার্জ সুকুমার মোহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে প্রকৃত দোষিদের বিরুদ্ধে কঠোরভাবে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *